Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsBengal Global Business Summit: বাংলা আজ শিল্পের আদর্শ ভূমি, এক যোগে বলছেন...

Bengal Global Business Summit: বাংলা আজ শিল্পের আদর্শ ভূমি, এক যোগে বলছেন শিল্পপতিরা

Follow Us :

কলকাতা, ২০ এপ্রিল : বাংলার উন্নয়ন হয়েছে । শিল্প স্থাপনে আদর্শ ঠিকানা এই রাজ্য । বুধবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে এক যোগে বাংলার প্রশংসায় দেশ-বিদেশের শিল্পপতিরা ।  বুধবার থেকে শুরু হওয়া দুই দিনের  এই বাণিজ্য সম্মেলনে উপস্থিত গৌতম আদানি, আজিম প্রেমজি, নীরঞ্জন হীরা নন্দানি, হর্ষ নেওটিয়া, সজ্জন জিন্দল, সঞ্জীব গোয়েঙ্কারা । ১৯টি দেশ থেকে বাংলার বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছেন ২৫০ জন প্রতিনিধি । এর মধ্যে শুরু ৪৯ জন ব্রিটেনের প্রতিনিধি ।

এ দিন বক্তব্য পেশ করতে উঠে শিল্পপতি সজ্জন জিন্দাল রাজ্যের তথ্যপ্রযুক্তি, লজিস্টিক সাপোর্ট, ইলেকট্রনিক ভেহিকেল নীতির প্রশংসা করেন । রাজ্যে শিল্প স্থাপনে আদর্শ পরিবেশ তৈরি হয়েছে বলেও মন্তব্য করতে শোনা যায় তাঁকে কোভিড পরিস্থিতিতেও রাজ্যের আর্থিক পরিস্থিতি সন্তোষজনক বলেও মন্তব্য করতে শোনা যায় তাঁকে । শিল্পপতিরা সকলেই একবাক্যে স্বীকার করে নেন, কোভিড পরিস্থিতিতেও রাজ্যের আর্থিক অবস্থা বেশ সন্তোষজনক ।

 এ প্রসঙ্গে শিল্পপতি নীরঞ্জন হিরা নন্দানির কথা উল্লেখ করা যায় । তিনি বললেন, গোটা বিশ্ব যখন মন্দায় আক্রান্ত তখন মমতার নেতৃত্বাধীন বাংলা ৭.২ শতাংশ সার্বিক বৃদ্ধির ম্যাজিক দেখিয়েছে । সঞ্জীব গোয়েঙ্কার কথায়, কলকাতা ব্যবসা-বিনিয়োগের অনুকূল পরিবেশ । এ দিন সম্মেলন শুরুর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন গৌতম আদানি । পরে আদানি গ্রুপের চেয়ারম্যান সম্মেলনের মঞ্চ থেকে বললেন, “আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ । আজ বাংলা যা ভাবছে, কাল গোটা দেশ তাই ভাবছে ।”

আরও পড়ুন : Bengal Global Business Summit: আজ বাংলা যা ভাবছে, কাল গোটা দেশ তাই ভাবছে, মুখ্যমন্ত্রী মমতার প্রশংসায় রাজ্যপাল

RELATED ARTICLES

Most Popular