skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollশ্রবণের সমস্যা থাকা শিশুদের নিয়ে গল্প বলার কর্মশালা
CC Saha Ltd

শ্রবণের সমস্যা থাকা শিশুদের নিয়ে গল্প বলার কর্মশালা

কর্মশালাটি পরিচালনা করেন নাট্যব্যক্তিত্ব ডলি বাসু

Follow Us :

কলকাতা: শ্রবণ সমস্যার সমাধানে বহু বছর ধরে অবদান রাখছে সিসি সাহা লিমিটেড (CC Saha Ltd) সংস্থা। এবার সেই সম্পর্কিত এক সেবামূলক উদ্যোগ নিল তারা। কানের সমস্যা থাকা কচিকাঁচাদের নিয়ে করা হল এক গল্প বলার কর্মশালা (Workshop)।

এই ইভেন্ট আয়োজিত হয় প্রিন্স আনোয়ার শাহ স্থিত সিসি সাহা লিমিটেডের ক্লিনিকে। কর্মশালাটি পরিচালনা করেন নাট্যব্যক্তিত্ব ডলি বাসু (Dolly Basu)। গল্প বলার মাধ্যমে শ্রবণের সমস্যা থাকা শিশুদের কল্পনাশক্তি বৃদ্ধি, নিজেদের মেলে ধরানোই ছিল সংস্থার উদ্দেশ্য।

আরও পড়ুন: শনি, রবি তাপপ্রবাহ, সোমে বৃষ্টির সম্ভাবনা

সিসি সাহা লিমিটেডের ডিরেক্টর বিক্রম সাহা বলেন, “আমরা বিশ্বাস করি, গল্প বলার শক্তি সমস্ত বাধা মুছে দেয় এবং সব স্তরের মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন করে। আমাদের লক্ষ্য হল এক সমন্বিত পরিবেশ তৈরি করা যেখানে শ্রবণের সমস্যা থাকা বাচ্চারা তাদের সৃজনশীলতাকে মেলে ধরতে পারবে এবং অতি প্রয়োজনীয় যোগাযোগ করার দক্ষতা বাড়াতে পারবে।”

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular