নদিয়া: এবছর থেকে ৮৫ বছরের বেশি বয়সের প্রবীণদের (Seniors) বাড়ি গিয়ে ভোট নেওয়ার ব্যবস্থা করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। এবার তা করতে গিয়ে উত্তেজনা ছড়াল। যার জেরে রাস্তা অবরোধ করল স্থানীয়রা। বাড়ি বাড়ি গিয়ে ৮৫ বছরের উর্ধ্বে প্রবীণ ভোটার এবং প্রতিবন্ধী ভোটারদের ভোট নিতে গিয়ে বৃহস্পতিবার উত্তেজনা কল্যাণীর গয়েশপুরে। ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয়।
গয়েশপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিক্রমপুরে বাড়ি বাড়ি ভোট নিতে যাওয়া নির্বাচন কমিশনের কর্মীদের সঙ্গে বচসা হয় তৃণমূল কর্মীদের। অভিযোগ এলাকার বিএলও বিজেপি কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন। তৃণমূলকর্মীদের তা জানানো হয়নি। তারই প্রতিবাদ করেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তারপরে উত্তেজনার পরিস্থিতি হয়। ঘটনায় লাঠি চালায় কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, মারধর করা হয় তৃণমূলের কাউন্সিলর সহ চার-পাঁচ জনকে। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা রাস্তা আধঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে।
আরও পড়ুন: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নয়, নির্দেশ কোর্টের
আরও খবর দেখুন