কলকাতা: আদালতে (Court) স্বস্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly)। তাঁর বিরুদ্ধে আপাতত কোনও পদক্ষেপ করা যাবে না। নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ১২ জুন পর্যন্ত এই নির্দেশ বজায় থাকবে। তাছাড়া আগামী ১৪ জুন পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অন্য মামলাকারীর বিরুদ্ধে তদন্ত করতে তাঁদের ডাকা যাবে না।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মামলায় সম্প্রতি সুপ্রিম কোর্ট যে অবস্থান নিয়েছে, তাকে অনুসরণ করে কোর্টের বক্তব্য, এমসিসি চলাকালীন প্রার্থীকে কোনওভাবে বিরক্ত করা যাবে না। আদালত মনে করে অরবিন্দ কেজরিওয়ালের মামলায় সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দেওয়ার ক্ষেত্রে যে যুক্তি দিয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেহেতু এইখানে প্রার্থী, তাই তাঁর ক্ষেত্রেও এটা প্রযোজ্য।
আরও পড়ুন: তাপপ্রবাহ? বৃষ্টি? জানুন আবহাওয়ার আপডেট