skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollঅভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নয়, নির্দেশ কোর্টের
Abhijit Ganguly

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নয়, নির্দেশ কোর্টের

আগামী ১২ জুন মামলার পরবর্তী শুনানি

Follow Us :

কলকাতা: আদালতে (Court) স্বস্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly)। তাঁর বিরুদ্ধে আপাতত কোনও পদক্ষেপ করা যাবে না। নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ১২ জুন পর্যন্ত এই নির্দেশ বজায় থাকবে। তাছাড়া আগামী ১৪ জুন পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অন্য মামলাকারীর বিরুদ্ধে তদন্ত করতে তাঁদের ডাকা যাবে না।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মামলায় সম্প্রতি সুপ্রিম কোর্ট যে অবস্থান নিয়েছে, তাকে অনুসরণ করে কোর্টের বক্তব্য, এমসিসি চলাকালীন প্রার্থীকে কোনওভাবে বিরক্ত করা যাবে না। আদালত মনে করে অরবিন্দ কেজরিওয়ালের মামলায় সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দেওয়ার ক্ষেত্রে যে যুক্তি দিয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেহেতু এইখানে প্রার্থী, তাই তাঁর ক্ষেত্রেও এটা প্রযোজ্য।

আরও পড়ুন: তাপপ্রবাহ? বৃষ্টি? জানুন আবহাওয়ার আপডেট

তমলুকের সিজেএমের বক্তব্য অনুযায়ী, যে সব অভিযোগ তুলে অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশের আগে সেইসব অভিযোগের সত্যতা খুঁজে দেখা উচিত ছিল। হাইকোর্ট এই বিষয়টিও উল্লেখ করেছে রায়ে। দুপক্ষকে নিজেদের বক্তব্য জানিয়ে হলফনামা দিতে হবে। ১২ জুন মামলার পরবর্তী শুনানি।
আরও খবর দেখুন 
RELATED ARTICLES

Most Popular