skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollচতুর্থ দিনে পড়ল মধুপর্ণা ঠাকুরের অনশন
Mamtabala Thakur

চতুর্থ দিনে পড়ল মধুপর্ণা ঠাকুরের অনশন

সঠিক বিচার না পান ততদিন পর্যন্ত অনশন চালিয়ে যাবেন: মধুপর্ণার

Follow Us :

ঠাকুরনগর: উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে (Thakurnagar Thakurbari) মমতাবালা ঠাকুরের (Mamtabala Thakur) মেয়ে মধুপর্ণা ঠাকুর তাদের ঘরের সামনে অনশন করছেন। মধুপর্ণা ঠাকুরের অনশন চতুর্থ দিনে পড়ল। মধুপর্ণার অভিযোগ, বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর (BJP candidate Shantanu Thakur) নিজের জোর খাটিয়ে এক মাস আগে আমাদের বাড়ি থেকে বার করে দিয়েছেন। আমরা কোনও বিচার পাচ্ছি না। কোর্টে গিয়েছি। মমতাবালা ঠাকুর সকালে প্রচারের আগে এবং সন্ধ্যার পরে প্রচারের শেষে এসে অনশন মঞ্চে বসছেন। মধুপর্ণা ঠাকুর জানিয়েছেন যতদিন পর্যন্ত সঠিক বিচার না পান ততদিন পর্যন্ত অনশন চালিয়ে যাবেন। মধুপর্নার দাবি বাবা কপিলকৃষ্ণ ঠাকুরের সমস্ত কাগজপত্র থেকে শুরু করে যাবতীয় নথিপত্র সব রয়েছে ওই ঘরে। ৭ এপ্রিল থেকে তালা মারা অবস্থায় পড়ে রয়েছে ঘর। অভিযোগ শান্তনু ঠাকুর তালা ভেঙে নিজে তালা লাগিয়ে দিয়েছেন। ঘরটি কপিলকৃষ্ণ ঠাকুরের ঘর বলে দাবি করেছেন মধুপর্না ঠাকুর ও তার পরিবারের লোকজন। কারণ তার বাবার নামে এই ঘর কপুল কৃষ্ণ ঠাকুরের ডাকনাম ছিল হিমু তাইতো এই ঘরের নাম হিমু।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular