skip to content
Wednesday, January 22, 2025
HomeScrollঅর্থ নয়ছয় আইনে আদালতের অনুমতি ছাড়া গ্রেফতার নয়, ইডিকে নির্দেশ
Supreme Court

অর্থ নয়ছয় আইনে আদালতের অনুমতি ছাড়া গ্রেফতার নয়, ইডিকে নির্দেশ

ইডির ক্ষমতায় রাশ টানল সুপ্রিম কোর্ট

Follow Us :

নয়াদিল্লি: আর্থিক তছরূপ মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) বড় রায়। লোকসভা ভোটপর্বের (LokSabhaElection2024) মাঝেই ইডির ক্ষমতায় রাশ টানল শীর্ষ আদালত। বিশেষ আদালত মামলা গ্রহণ করলে অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে না ইডি (Enforcement Directorate)। সেক্ষেত্রে বিশেষ আদালতে ইডিকে আবেদন জানাতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দেয়। বিরোধীরা বারবার অভিযোগ করছে, কেন্দ্রীয় সরকার বিরোধীদের চাপে রাখতে ইডি, সিবিআই, আয়কর দফতরের অপব্যবহার করছে। মোদি সরকারের আমলে কার্যকরী হওয়া সংশোধিত পিএমএলএ আইনে (Amended PMLA Act) গ্রেফতারি, তল্লাশি, সমন পাঠানো বা নগদ সম্পত্তি আটকের ক্ষেত্রে ইডির হাতে যথেচ্ছ ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। ইডির এই ক্ষমতা সংবিধানের মৌলিক অধিকারের বিরোধী বলেও অভিযোগ উঠেছিল।  শীর্ষ আদালতের এই রায়ে পর কিছুটা হলেও ব্যাকফুটে কেন্দ্রীয় এজেন্সিগুলি। 

বিশেষ আদালতে আর্থিক দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ নথিভুক্ত হওয়ার পর সেই আদালতের অনুমতি ছাড়া অভিযুক্তকে গ্রেফতার করা যাবে না বলে সাফ জানাল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায়, অর্থ নয়ছয়ে অভিযুক্ত কোনও ব্যক্তি সমনে সাড়া দিয়ে আদালতে হাজির হলে তাঁকে গ্রেফতার করার জন্য ইডিকে সংশ্লিষ্ট আদালতেই আবেদন করতে হবে। আদালতের অনুমতি ছাড়া হাজিরা দেওয়া অভিযুক্তকে হেফাজতে নিতে পারবে না ইডি। শীর্ষ আদালত বলছে, পিএমএলএ আইনে আনা অভিযোগ আপাত গ্রহণযোগ্য নয় বলে বিবেচনা করার পর ইডি ইচ্ছেমতো সেই অভিযুক্তকে গ্রেফতার করতে পারে না। আদালতের অনুমতি ছাড়া এমন ক্ষেত্রে পিএমএলএ-র ১৯ ধারা প্রয়োগ করা যাবে না। অভিযুক্তকে গ্রেফতার করতে হলে বিশেষ আদালতে ইডিকে আবেদন করতে হবে। 

আরও পড়ুন: ইন্ডিয়া জোটে আছি, থাকব, ঘোষণা মমতার

সুপ্রিম কোর্ট জানায়, অভিযুক্ত যদি হাজিরা না দেয়, তখন বিশেষ আদালত ফৌজদারি আইন মতো গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। তবে বিশেষ আদালত প্রথমে জামিনযোগ্য পরোয়ানা জারি করবে। যদি তা কার্যকর করা সম্ভব না হয়, তখন জামিন অযোগ্য পরোয়ানা জারি করা যাবে। অভিমত বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার।  

 দেখুন ভিডিও

RELATED ARTICLES

Most Popular