তমলুক: ইন্ডিয়া জোটে (India Alliance) আছি, থাকব। তমলুকের সভা থেকে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বুধবার চুঁচুড়ার সভা থেকে তৃণমূল নেত্রী ঘোষণা করেছিলেন ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন দিয়ে সরকার গড়তে সাহায্য করবেন। এর ২৪ ঘণ্টা যেতে না যেতেই বৃহস্পতিবার হলদিয়ার জনসভায় মমতা বললেন, কাল জনসভা থেকে যা বলেছি তার ভুল ব্যাখ্যা গিয়েছে। ইন্ডিয়া জোট আমরা তৈরি। বাংলায় জোটে নেই। কিন্তু দিল্লিতে ইন্ডিয়া জোটে আছি, থাকব। এই জোট আমিই প্রতিষ্ঠা করেছি। আমি বলেছি, বাংলায় আমরা সিপিএস-কংগ্রেসের সঙ্গে নেই।
এদিন জনসভা থেকে মমতা মোদির বিরুদ্ধে স্লোগান তুলে বলেন, দেশ থাক, মোদি যাক, ধর্ম থাক, মোদি যাক। তাই তো বলি, অলি গলি মে শোর হ্যায়। মমতা বলেন, মোদি জিতবে না। যদি জিতে যায়, তা হলে গ্যাসের দাম ২০০০ টাকা হয়ে যাবে। বাহবা গ্যারান্টিলাল, বাহবা গদ্দার দালাল!
আরও পড়ুন: অর্থ নয়ছয় আইনে আদালতের অনুমতি ছাড়া গ্রেফতার নয়, ইডিকে নির্দেশ
মমতা বলেন, মোদিকে আমি মোদিবাবু বলব না। বলব গ্যারান্টিবাবু। যেমন গদ্দার বলি, নাম নিই না। তেমনি এখানেও আমি নাম নেব না। আমি গ্যারান্টিবাবু বলব। বললেন, বিনা পয়সায় চাল দিচ্ছেন। দু’বছর ধরে বাংলাকে এক টাকাও দিচ্ছেন? আমি বলছি, হয় আপনি ক্ষমা চান, না হলে বলুন আপনি টাকা দিয়েছেন চালের। ফোর টোয়েন্টির নতুন গ্যারান্টি। টিভিতে, কাগজে, বিজ্ঞাপনে বলছে বিনা পয়সায় গ্যাস দিয়েছে।
অন্য খবর দেখুন