Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsJahangirpuri Violence: সুপ্রিম কোর্টের নির্দেশের ২ ঘণ্টা পর জাহাঙ্গিরপুরীতে বন্ধ পুরসভার বুলডোজার...

Jahangirpuri Violence: সুপ্রিম কোর্টের নির্দেশের ২ ঘণ্টা পর জাহাঙ্গিরপুরীতে বন্ধ পুরসভার বুলডোজার অভিযান

Follow Us :

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও চলছিল কাজ।অবশেষে শীর্ষ আদালতের অর্ডার হাতে পাওয়ার পর বন্ধ হল জাহাঙ্গিরপুরীতে বুলডোজার অভিযান।জানালেন দিল্লি পুলিস কমিশনার। গত সপ্তাহে শনিবার হনুমান জয়ন্তীর দিন দুই গোষ্ঠীর সংঘর্ষে যে জায়গা উত্তপ্ত হয়ে উঠেছিল বুধবার সকালে সেই জায়গাতেই উচ্ছেদ অভিযান চালায় বিজেপি শাসিত উত্তর দিল্লির পৌরনিগম৷ দু’দিন ধরে এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ভেঙে দেওয়া হয় একের পর এক বেআইনি নির্মান। যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় ১ হাজার পুলিস মোতায়েন করে রাস্তায় বুলডোজার নামানো হয় এদিন।ড্রোনের মাধ্যমে নজরদারি চালান পুলিসকর্তারা।

এর পরেই বিজেপি শাসিত পুরসভার উচ্ছেদের কাজ বন্ধের নির্দেশ দেয় আদালত। বলা হয় আজকের মতো এখানেই বন্ধ করতে হবে কাজ। আগামিকাল শুনানি। কিন্তু সেই নির্দেশ অমান্য করেই টানা ২ ঘণ্টা ধরে চলে বেআইনি নিরমান ভাঙার কাজ।

প্রসঙ্গত, বেআইনিভাবে সরকারি জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ জানিয়ে পুরসভাকে চিঠি দিয়েছিল দিল্লির বিজেপি প্রধান আদেশ গুপ্তা।তার একটি চিঠির পরেই উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের (NDMC) তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, জাহাঙ্গীরপুরীর ঘটনায় জড়িত অভিযুক্তরা সরকারি জমি দখল করে বেআইনিভাবে এই বাড়িগুলি তৈরি করেছিল।

আরও পড়ুন Jahangirpuri Clash: আনসার সম্পর্কে খোঁজ নিতে মহিষাদল দিল্লি পুলিসের টিম

দিল্লির জাহাঙ্গিরপুরীর সংঘর্ষের (Jahangirpuri violence) ঘটনায় অভিযুক্তদের অস্ত্র সরবরাহকারীকে গ্রেফতার করেছে পুলিস।দিল্লি পুলিস জানিয়েছে, এনকাউন্টারে জখম করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার নাম গোলাম রসুল ওরফে গুল্লি। রেকর্ড ঘেটে তার বিরুদ্ধে ৬০টিরও বেশি ফৌজদারি মামলা খুঁজে পেয়েছে পুলিস। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ গ্রহণকারী দিল্লি পুলিস এই হিংসার ঘটনায় এখনও পর্যন্ত নাবালক ২৭ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন Jahangirpuri Clash: আনসার সম্পর্কে খোঁজ নিতে মহিষাদল দিল্লি পুলিসের টিম

 

 

 

RELATED ARTICLES

Most Popular