কলকাতা: এই মুহূর্তে টলিউডের অন্যতম ব্যস্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। একসঙ্গে একাধিক সিনেমার কাজ করছেন তিনি। গত মার্চেই মুক্তি পেয়েছে ‘অতি উত্তম’। শেষ করেছেন ‘টেক্কা’-র শুটিং। এবার পরবর্তী সিনেমা ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ (Shotyi Bole Shotyi Kichhu Nei)-এর প্রুস্তুতি শুরু করেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবির পুরো টিমের সঙ্গে ছবি শেয়ার করলেন পরিচালক। ক্যাপশনে লিখেছেন- “আসলে #সত্যিবলেসত্যিকিছুনেই …”
আরও পড়ুন: পরাণ-কে সঙ্গে নিয়ে আসছে ‘পরাণ যাহা চায়’
সৃজিতের আগামী ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সৌরসেনী মৈত্র, ঋদ্ধি সেন, কাঞ্চন মল্লিক, সুহোত্র মুখোপাধ্যায়, কৌশিক সেন, ফাল্গুনী চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তীর মতো জনপ্রিয় অভিনেতাদের দেখা যাবে। ছবিতে অনির্বাণ ভট্টাচার্যের থাকার কথা জানা গিয়েছিল। কিন্তু ব্যক্তিগত কারণে নাকি এই ছবিতে কাজ করবেন না অভিনেতা। তাঁর পরিবর্তে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে।
আরও খবর দেখুন