ডায়মন্ড হারবার: পঞ্চায়েতের জয়ী তৃণমূল সদস্য (Trinamool Member Panchayat) চা বিক্রি করেন। শ্যামল হালদার। পেশায় চা বিক্রেতা। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Diamond Harbor Medical College and Hospital) চত্বরে চা বিক্রি করেন। এতে নতুনত্বের কী আছে। ঠিকই ধরেছেন, কিন্তু শ্যামলের অন্য পরিচয়টা জানলে অবাক হবেন। শ্যামল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার- ২ নম্বর ব্লকের কামারপোল পঞ্চায়েতের জয়ী তৃণমূল সদস্য। ভূষনা গ্রামের বাসিন্দা শ্যামলের পরিবারে বাবা-মা, স্ত্রী ও দুই ছেলের ভরসা তিনি।
আরও পড়ুন: নির্বাচন মিটতেই কেষ্টহীন বীরভূমে বিজয় মিছিল, উড়ল সবুজ আবির
ডায়মন্ড হারবার- ২ নম্বর ব্লকের কামারপোল পঞ্চায়েতের জয়ী তৃণমূল সদস্য শ্যামল হালদার। সকালে পঞ্চায়েতের দায়িত্ব সামলে দুপুর নাগাদ চলে আসেন হাসপাতাল চত্বরে। বাড়ি ফেরেন রাতে। অর্থের হাতছানি তাঁকে টানে না। সৎভাবে জীবন যাপনই তাঁর লক্ষ্য। রাজ্যজুড়ে শাসক নেতাদের বৈভব নিয়ে যখন অহরহ কটাক্ষ ছুঁড়ে দেন বিরোধীরা, তখন শ্যামল এক ব্যতিক্রম। এখনও টিনের বাড়িতে হালদার পরিবারের দিন যাপন। সামান্য আয়েও দুই ছেলের উচ্চশিক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন শ্যামল। মধ্য চল্লিশের শ্যামল হালদারের জীবন সাদামাটা। রাজনীতিকে পেশা করে যখন কোটি কোটি টাকার সম্পদ তৈরির ভুরি ভুরি অভিযোগ ওঠে একাধিক নেতানেত্রীর বিরুদ্ধে, সেখানে শ্যামল হালদারদের মতো মানুষকে কুর্নিশ গ্রামবাসীরাও তাঁর প্রশংসায় পঞ্চমুখ।
অন্য খবর দেখুন