skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollকোন দেশের বিরুদ্ধে কত গোল সুনীলের, দেখে নিন এক নজরে
Sunil Chhetri

কোন দেশের বিরুদ্ধে কত গোল সুনীলের, দেখে নিন এক নজরে

২০০৫ সালে ভারতের হয়ে অভিষেক করেন তিনি, দেশের হয়ে করেছেন ৯৪টি গোল

Follow Us :

কলকাতা: আজ, বৃহস্পতিবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। আগামী ৬ জুন কলকাতায় (Kolkata) কুয়েতের (Kuwait) বিরুদ্ধে তাঁর শেষ ম্যাচ। মে মাসে দেশের হয়ে দেড়শোতম ম্যাচ খেলেছিলেন সুনীল এবং গুয়াহাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে গোলও করেছিলেন। সুনীল বলেন, “শেষ ১৯টি বছরের কথা স্মরণ করলে আমার মনে যে অনুভূতি আসে তা কর্তব্য, চাপ এবং অনাবিল আনন্দের এক সুন্দর মিশ্রণ।”

২০০৫ সালে ভারতের হয়ে অভিষেক করেন তিনি, দেশের হয়ে করেছেন ৯৪টি গোল। দেশের হয়ে সবথেকে বেশি ম্যাচ খেলা এবং সবথেকে বেশি গোল করা ভারতীয় ফুটবলার। এখনও খেলতে থাকা খেলোয়াড়দের তালিকায় দেশের হয়ে সবথেকে বেশি গোলের তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং লিওনেল মেসির (Lionel Messi) পরে সুনীলই তৃতীয় স্থানে।

আরও পড়ুন: রাজস্থানের হারে আইপিলের কোন কীর্তি করল KKR!

এক নজরে দেখে নেওয়া যাক কোন দেশের বিরুদ্ধে কত গোল করেছিলেন ভারত অধিনায়ক।

নেপাল: ৯

মালদ্বীপ: ৮

বাংলাদেশ: ৬

চীনা তাইপেই: ৬

আফগানিস্তান: ৫

তাজিকিস্তান: ৫

কম্বোডিয়া: ৫

পাকিস্তান: ৪

কিরঘিজস্তান: ৪

কেনিয়া: ৪

লেবানন: ৩

 

মায়ানমার: ৩

মালয়েশিয়া: ৩

গুয়াম: ৩

ভুটান: ৩

ভিয়েতনাম: ৩

সিরিয়া: ২

ওমান: ২

থাইল্যান্ড: ১

শ্রীলঙ্কা: ১

হং কং: ১

কুয়েত: ১

বাহরিন: ১

ম্যাকাও: ১

উত্তর কোরিয়া: ১

প্যালেস্তাইন: ১

ফিলিপিন্স: ১

ক্যামেরুন: ১

কুরাকাও: ১

নিউজিল্যান্ড: ১

পুয়ের্তো রিকো: ১

দক্ষিণ কোরিয়া: ১

ভানুয়াতু: ১

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular