skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollগম্ভীরের কটাক্ষের জবাব দিলেন পিটারসেন!
Kevin Pietersen

গম্ভীরের কটাক্ষের জবাব দিলেন পিটারসেন!

পিটারসেনের থেকেও ডিভিলিয়ার্সের প্রতি বেশি খড়্গহস্ত হন গম্ভীর

Follow Us :

কলকাতা: গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সমালোচনার জবাব দিলেন কেভিন পিটারসেন (Kevin Pietersen)। তবে তিনি কেকেআর (KKR) মেন্টরের বক্তব্যের প্রতিবাদ করেননি, বরং মেনেই নিয়েছেন। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) অধিনায়কত্বের সমালোচনা করেছিলেন এবি ডিভিলিয়ার্স (AB de Villiers) এবং পিটারসেন। হার্দিকের পাশে দাঁড়িয়ে ওই দু’জনকেই শাণিত বাক্যে বিদ্ধ করেন গম্ভীর। তিনি পরিষ্কার জানান, মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের সমালোচনা করার যোগ্য ব্যক্তি নন তাঁরা।

গম্ভীর বলেছিলেন, “হার্দিককে সবকিছু নিয়ে প্রতিদিন, প্রতি ম্যাচে বিচার করা ঠিক নয়। যারা ওর সমালোচনা করছে, তারা নিজেরা যখন অধিনায়ক ছিল সেই সময়ের পারফরম্যান্সের দিকে নজর উচিত। সে এবি ডিভিলিয়ার্স হোক কিংবা কেভিন পিটারসেন। আমার মনে হয় না ওদের কেরিয়ারে নেতৃত্বগুণের কোনও পারফরম্যান্স আছে, কিচ্ছু নেই। যদি রেকর্ড দেখেন, যে কোনও নেতার চেয়ে ওদের পারফরম্যান্স খারাপ।”

আরও পড়ুন: আর্সেনালের উদ্বেগ বাড়িয়ে লিগ জয়ের পথে ম্যান সিটি

এর উত্তরেই গম্ভীরের নাম না করে পিটারসেন লেখেন, “ও ভুল বলেনি, আমি খুব জঘন্য অধিনায়ক ছিলাম।” আইপিএলে ১৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে মাত্র তিনটিতে জিতেছিলেন প্রাক্তন ইংলিশ ব্যাটার। নেতা হিসেবে দেশের হয়েও তাঁর ট্র্যাক রেকর্ড খুব খারাপ। ভারতে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ খেলতে এসে হোয়াইটওয়াশ হয়েছিল পিটারসেনের নেতৃত্বাধীন ইংল্যান্ড।

তবে পিটারসেনের থেকেও ডিভিলিয়ার্সের প্রতি বেশি খড়্গহস্ত হন গম্ভীর। তিনি বলেন, “আমার মনে হয় না এবি ডিভিলিয়ার্স আইপিএলে কোনও ম্যাচে নেতৃত্ব দিয়েছে কিংবা নিজের রান ছাড়া ও কোনও সাফল্য অর্জন করেছে। আমার মনে হয় না দলগত ভাবে ও কোনও সাফল্য পেয়েছে। হার্দিক পান্ডিয়া তবু একজন আইপিএল জয়ী অধিনায়ক। তাই কমলালেবুর সঙ্গে শুধুমাত্র কমলালেবুর তুলনা করা উচিত, আপেলের নয়।” ডিভিলিয়ার্স অবশ্য এখনও এসব কথার প্রতিক্রিয়া দেননি।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular