কলকাতা: অফিস টাইমে ব্যাহত কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবা। নেতাজি ভবন মেট্রোতে সুইসাইডের ঘটনায় চাঞ্চল্য। জানা যাচ্ছে, বুধবার সকালে ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। এখন টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে ময়দান পর্যন্ত ট্রেন চলছে না। বিচ্ছিন্ন ভাবে ট্রেন চলছে ময়দান থেকে দক্ষিণেশ্বর। এবং মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত।
আরও পড়ুন: প্রচণ্ড শক্তিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘রেমাল’!
সকাল ১১টা ৩৮ মিনিট নাগাদ নেতাজি ভবন মেট্রো স্টেশনের কাছে আত্মহত্যা করে এক যাত্রী। সেই ঘটনার জেরেই থমকে যায় মেট্রো পরিষেবা। অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। বুধবার প্রায় এক ঘণ্টার চেষ্টায় মেট্রো কর্তৃপক্ষ উদ্ধার করা হয় ওই যাত্রীকে। উদ্ধার কাজ শেষে দুপুর ১২টা ৩৮ মিনিটে স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।
আরও খবর দেখুন