বর্ধমান: এখনও পুরোপুরি চলে যায়নি করোনা। রাজ্যে আবার একটু একটু করে বাড়ছে সংক্রমণ। আপনারা মাস্ক পরুন। করোনাবিধি মেনে চলুন। সোমবার বর্ধমানের কৃষকসভা থেকে জনসাধারণের উদ্দেশে করোনা নিয়ে এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নতুন বছরের পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে করোনা পরিস্থিতি। দিন কয়েক আগেই ২০০-র কম ছিল দৈনিক সংক্রমণ। যার ফলে সাধারণ মানুষ ধীরে ধীরে খুলে ফেলছে মাস্ক। তুলনামূলক কম মেনে চলছেন করোনাবিধি।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে আচমকাই বাড়তে শুরু করে করোনা। দৈনিক সংক্রমণ ছাড়িয়ে যায় ৭০০-র ও বেশি। ফলে, দৈনিক স্বাস্থ্য বুলেটিন খুব স্বাভাবিক ভাবেই চিন্তার ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞদের কপালে।
আরও পড়ুন- Mamata Banerjee: ধান বিক্রি করতে আসা কৃষকদের ঘোরালে এফআইআরের নির্দেশ মমতার
গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৯৩ জন। যদিও রবিবার কারও মৃত্যুর খবর নেই। এই পরিস্থিতিতে সোমবার পূর্ব বর্ধমানের গোদার মাঠে কৃষকদের সম্মান প্রদানের অনুষ্ঠানে রাজ্যবাসীকে করোনা সংক্রমণ নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।