Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাBabita Sarkar: হাইকোর্টের নির্দেশে ববিতাকে শিক্ষিকার নিয়োগপত্র তুলে দিল স্কুল সার্ভিস কমিশন

Babita Sarkar: হাইকোর্টের নির্দেশে ববিতাকে শিক্ষিকার নিয়োগপত্র তুলে দিল স্কুল সার্ভিস কমিশন

Follow Us :

কলকাতা: আদালতে জয় পেয়েছিলেন আগেই৷ এবার সরকারি স্কুলে চাকরির নিয়োগপত্র হাতে পেলেন ববিতা সরকার৷ হাইকোর্টের নির্দেশে সোমবার ববিতাকে শিক্ষিকার নিয়োগপত্র তুলে দিল স্কুল সার্ভিস কমিশন৷ এদিন সল্টলেকের আচার্য সদনে আসেন তিনি৷ ববিতা মেখলিগঞ্জ ইন্দিরা গার্লস হাইস্কুলে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগ দিতে চান৷ জানা গিয়েছে, তাঁকে ওই স্কুলে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে৷ আদালতের নির্দেশ মোতাবেক, আগামী ১০ জুলাইয়ের মধ্যে ববিতাকে স্কুলের চাকরিতে যোগদান করতে হবে৷

স্কুল সার্ভিস কমিশন থেকে বেরিয়ে ববিতা বলেন, ‘আজ সুপারিশপত্র দেওয়া হয়েছে৷ পরবর্তীতে অ্যাপয়নমেন্ট লেটার দেওয়া হবে৷ অ্যাপয়নমেন্ট লেটার পাওয়ার পরেরদিনই কাজে যোগ দিতে পারব৷’ এই চাকরির জন্য সবার প্রথমে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানান ববিতা৷ এরপর নিজের আইনজীবী, আন্দোলনকারী এসএসসি চাকরিপ্রার্থী এবং সর্বোপরি পরিবারকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি৷ তবে অঙ্কিতাকে নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ববিতা৷

ববিতার জায়গায় নিয়মবর্হিভূতভাবে ওই চাকরি দেওয়া হয়েছিল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে৷ তাসত্ত্বেও অঙ্কিতার নিয়োগের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা করেন ববিতা৷ সেই মামলাতে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেন৷ পাশাপাশি বেতনের পুরো টাকা দুটো কিস্তিতে জমা দিতে বলেন৷ আদালতের নির্দেশের পরই প্রথম কিস্তির টাকা জমা দেন অঙ্কিতা৷ সেই টাকা জমা পড়বে ববিতার অ্যাকাউন্টে৷ পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনকে আদালত নির্দেশ দিয়েছিল, ববিতাকে ৩০ জুনের মধ্যে নিয়োগপত্র দিতে হবে৷ সেই সময়সীমা শেষ হওয়ার তিনদিন আগেই নিয়োগপত্র ববিতার হাতে তুলে দিল স্কুল সার্ভিস কমিশন৷

আদালতের রায় ঘোষণার পর ববিতা জানান, তিনি ওই টাকাটি সমাজকল্যাণমূলক কাজে ব্যবহার করবেন৷ তাঁর কথায়, স্কুলে পড়িয়ে ওই টাকা আয় করেননি৷ তাই ব্যক্তিগত কাজে ওই টাকা তিনি ব্যবহার করতে চান না৷ সমাজসেবামূলক কাজে ওই টাকা ব্যবহার করতে চান ববিতা৷ অন্যদিকে, অন্যায়ের বিরুদ্ধে অসম লড়াই চালিয়ে শেষমেশ জয় পাওয়ায় সোশাল মিডিয়ায় ববিতার সমর্থনে পোস্ট উপচে পড়ে৷ সবাই একবাক্যে তাঁর সাহসিকতাকে কুর্নিশ করেন৷ ববিতাও মনে করেন, তাঁর লড়াই বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে অন্যকে সাহস জোগাবে৷

আরও পড়ুন: Jadavpur University: অভিযুক্ত অধ্যাপককে বিভাগীয় কাজ থেকে সরানো হল যাদবপুরে

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Loksabha Election 2024 | সকাল সকাল ভোট দিলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল
04:38
Video thumbnail
Loksabha Election | দুর্গাপুরে বিজেপি পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধার অভিযোগ, TMC-BJP ধস্তাধস্তি
03:25
Video thumbnail
Loksabha Election 2024 | কৃষ্ণনগরের চাপড়ায় সিপিএম কর্মীদের ভোটদানে 'বাধা' অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
04:02
Video thumbnail
Loksabha Election 2024 | আজ ৯ রাজ্য এবং ১ কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট, বাংলায় ৮ কেন্দ্রে চলছে নির্বাচন
02:25
Video thumbnail
Loksabha Election 2024 | বিজেপির অস্থায়ী ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ TMC আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
04:21
Video thumbnail
Loksabha Election 2024 | কেতুগ্রামে তৃণমূলকর্মী খু*ন, পুলিশের প্রাথমিক রিপোর্ট কমিশনকে
01:47
Video thumbnail
Loksabha Election | কৃষ্ণচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের ২৩২ নম্বর বুথে ইভিএম খারাপ
01:32
Video thumbnail
Loksabha Election 2024 | বাংলায় ৮ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ, বিজেপি এজেন্টকে বাড়িতে আটকানোর অভিযোগ
02:16
Video thumbnail
Loksabha Election 2024 | কৃষ্ণনগরের লেডি কারমাইকেল স্কুলে EVM খারাপ
03:34
Video thumbnail
Loksabha Election 2024 | বাবাকে প্রণাম করে নঘাটা প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন মুকুটমণি অধিকারী
01:38