কলকাতা: ইতিমধ্যেই তিন দফার ভোট গ্রহণ হয়েছে রাজ্যে। রাত পোহালেই রাত পোহালেই আগামীকাল ১৩ মে চতুর্থ দফার লোকসভা নির্বাচন (Forth Phase Lok Sabha Election 2024)। এই দফায় বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর ও আসানসোল কেন্দ্রে ভোটগ্রহণ হবে। তারপর আরও তিনটি দফায় বাংলার একাধিক কেন্দ্রে ভোট গ্রহণ হবে। আগামী ১ জুন সপ্তম দফায় (Seventh Phase Lok Sabha Election 2024), কলকাতা পুলিশ এলাকায় ভোট গ্রহণ। এইদিন উত্তর ও দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসাত, মথুরাপুর, ডায়মন্ড হারবার ও দমদম লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, কলকাতার ভোটের জন্য আসবে প্রায় ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। চতুর্থ বা পঞ্চম দফার ভোটের পর থেকেই শহরে আসতে শুরু করবে জওয়ানরা। সপ্তম বা শেষ দফায় ভোট রয়েছে কলকাতা পুলিশের পাঁচটি লোকসভা কেন্দ্রে। ওইদিন মোট ন’টি লোকসভা আসনে ভোট গ্রহণ হবে। সূত্রের খবর, শেষ দফার ভোট গ্রহণের জন্য ব্যবহার করা হতে পারে প্রায় হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
আরও পড়ুন: ভোটের আগে ভোটগ্রহণ কেন্দ্রেই পড়ল তালা!
কলকাতা পুলিশ এলাকায় এবার মোট বুথের সংখ্যা থাকছে ৫১৫৮টি। ভোট গ্রহণ কেন্দ্র থাকছে ১৯৪০টি। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকা লালবাজারের (Lalbazar) অধীনে চলে আসায় এবার মোট পাঁচটি লোকসভা কেন্দ্রের ভোট সামলাতে হবে কলকাতা পুলিশ (Kolkata Police)-কে। এর মধ্যে কলকাতা উত্তর ও দক্ষিণের মতো লোকসভা কেন্দ্রের পুরোটাই রয়েছে কলকাতা পুলিশ এলাকায়। এছাড়া, যাদবপুর, ডায়মন্ড হারবার এবং জয়নগর লোকসভা কেন্দ্রের বেশ কিছুটা অংশ রয়েছে কলকাতা পুলিশের অধীনে। নির্বাচন কমিশন সূত্রে খবর, কলকাতা পুলিশের অধীনস্থ সমস্ত বুথ এবং ভোটগ্রহণ কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি এলাকায় টহল দেওয়ার জন্য থাকছে কুইক রেসপন্স টিম। লালবাজার জানিয়েছে, কলকাতা পুলিশ এলাকায় স্ট্রং রুমের সংখ্যা এবার ১৪। এছাড়া, ডেসপ্যাচ সেন্টার ও রিসিভিং সেন্টার থাকছে যথাক্রমে ১৩ ও ১৪টি।
দেখুন ভোটের আরও খবর