skip to content
Saturday, July 27, 2024

skip to content
Homeরাজ্যশুরু চতুর্থ দফার ভোট, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে চলছে ভোটদান
Lok Sabha Election 2024

শুরু চতুর্থ দফার ভোট, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে চলছে ভোটদান

Follow Us :

কলকাতা: সোমবার চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের আট লোকসভা কেন্দ্র-সহ দেশের মোট ৯৬টি আসনে ভোটগ্রহণ চলছে। এদিন এই দফায় বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর ও আসানসোল কেন্দ্রে ভোটগ্রহণ হবে। তারপর আরও তিনটি দফায় বাংলার একাধিক কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ভোট হচ্ছে দেশের ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। অন্ধ্রপ্রদেশ (২৫) এবং‌ তেলঙ্গানা (১৭)-র সব আসনেই ভোট হয়ে যাচ্ছে সোমবার। তা ছাড়াও উত্তরপ্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্যপ্রদেশের ৮টি, ওড়িশার ৪টি, বিহার এবং ঝাড়খণ্ডের ৫টি আসনে ভোটগ্রহণ হবে আজ।

চতুর্থ দফায় দেশে মোট ১ কোটি ৯২ লক্ষ ভোটকেন্দ্র করেছে নির্বাচন কমিশন। ভোট চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোটের দায়িত্বে থাকছেন ১৯ লক্ষেরও বেশি আধিকারিক এবং ভোটকর্মী। এদিন এক্স হ্যান্ডলে পোস্ট করে ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, আমি জানি ১০ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি কেন্দ্রের মানুষ বৃহৎ সংখ্যায় ভোট দেবেন। ভোটের হার বৃদ্ধিতে বড় ভূমিকা নেবেন তরুণ এবং মহিলা ভোটারেরা।

আরও পড়ুন: সপ্তম দফার ভোটে হাজার কোম্পানি বাহিনী রাজ্যে!

RELATED ARTICLES

Most Popular