Thursday, July 3, 2025
Homeরাজ্যসিপিআইএমের সভায় বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Lok Sabha Election 2024

সিপিআইএমের সভায় বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Follow Us :

মহেশতলা: মহেশতলায় সিপিআইএমের সভায় বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অটো ইউনিয়নের অনুমতি নেওয়া হয়নি বলে পাল্টা দাবি শাসকদলের। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মহেশতলায় সিপিএম প্রার্থীর সমর্থনে পথসভা হওয়ার কথা ছিল রবিবার। কিন্তু সেই পথসভাকে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

সিপিএম নেতা প্রভাত চৌধুরীর অভিযোগ, প্রশাসনের থেকে সেই পথসভার অনুমতি নেওয়া থাকলেও পথসভায় বাধা দেয় তৃণমূলের লোকজন। মহেশতলার ২৮ ও ৩২ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে নুঙ্গি অটো স্ট্যান্ডের মাঠে সেই পথসভা করার কথা ছিল। সিপিআইএম কর্মীদের আরও অভিযোগ, পথসভার মঞ্চ তৈরি হয়ে গেলেও বাধা দেওয়ার কারণে সভা করা হয় পুরানো মঞ্চে। সিপিএমের পক্ষ থেকে নির্বাচন কমিশন এবং মহেশতলা থানায় গোটা বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন: শিশির অধিকারীর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ১০টি পরিবারের

যদিও এই ঘটনায় তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের সেক্রেটারি মনোজ দাসের দাবি, সিপিএমের কাছে পথসভা করার প্রশাসনিক অনুমতি থাকলেও অটো ইউনিয়নের থেকে কোনওরকম অনুমতি নেওয়া হয়নি। মাঠে সভা করলে অটোগুলি কোথায় রাখা হবে, সে কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান তিনি।

দেখুন আরও অন্যান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39