skip to content
HomeScrollভোট দিন, আমাকে আর জেলে যেতে হবে না: কেজরিওয়াল
Arvind Kejriwal

ভোট দিন, আমাকে আর জেলে যেতে হবে না: কেজরিওয়াল

নির্বাচনী প্রচার সেরে ফের ২ জুন আদালতে আত্মসমর্পণ করতে হবে তাঁকে

Follow Us :

নয়াদিল্লি: শুক্রবার সুপ্রিম কোর্টের (Supreme Court) আদেশে অন্তর্বর্তীকালীন জামিনে ছাড়া পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। লোকসভা নির্বাচনের (Loksabha Elections 2024) প্রচার সেরে ফের ২ জুন আদালতে আত্মসমর্পণ করতে হবে তাঁকে। ফের তাঁকে নিয়ে যাওয়া হবে তিহাড় জেলে (Tihar Jail)। রবিবার রাজধানীর এক জনসভায় জনতার উদ্দেশে আপ সুপ্রিমোর বার্তা, জেলে যাওয়া থেকে তাঁকে বাঁচাতে পারেন তাঁরাই।

দিল্লির মোতিনগর এলাকার জনসভায় কেজরিওয়াল বলেন, “আমাকে ২০ দিন পর জেলে ফিরে যেতে হবে। আপনারা যদি ঝাড়ুকে (আপের প্রতীক) নির্বাচন করেন আমাকে জেলে ফিরতে হবে না।” প্রসঙ্গত, জামিন দেওয়ার সময় শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, আবগারি দুর্নীতি মামলা, যাতে অভিযুক্ত হয়ে গ্রেফতার হয়েছিলেন কেজরি, তা নিয়ে মুখ খোলা যাবেন না।

আরও পড়ুন: কংগ্রেস সভাপতির কপ্টারে তল্লাশি চলল

এদিন আম আদমি পার্টির (AAP) জাতীয় আহ্বায়ক আরও বলেন, “আমার দোষ হল আমি দিল্লি-এনসিআরে স্কুল গড়েছি। ওরা আমায় জেলে পাঠিয়েছে কারণ আমি আপনাদের জন্য কাজ করেছি। বিজেপি চায় না, দিল্লির মানুষের জন্য কাজ হোক।”

কেজরিওয়াল আরও বলেন, “আমি মানুষের জন্য বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করেছি, কিন্তু যখন জেলে ছিলাম, ১৫ দিন ধরে আমাকে ডায়াবেটিসের ওষুধ দেয়নি। জেলে আমাকে ১৫ দিন ইনসুলিন নিতে দেয়নি। আমি যদি জেলে যাই, বিজেপি (BJP) আপনাদের কাজ বন্ধ করে দেবে, বিনামূল্যে বিদ্যুৎ, স্কুল নিম্নমানের করে দেবে, হাসপাতাল এবং মহল্লা ক্লিনিক বন্ধ করে দেবে।” প্রসঙ্গত, রবিবারই সাংবাদিক সম্মেলনে ১০টি নির্বাচনী গ্যারান্টি দিয়েছেন কেজরিওয়াল। লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে সেই সব প্রতিশ্রুতি পালন করবেন বলে কথা দিয়েছেন তিনি।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular