কলকাতা: গত ফেব্রুয়ারি থেকে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছিল। এর প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। শিয়ালদহ স্টেশনের দিকের কাজ শেষ হয়েছে। এবার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে ৭ জুন থেকে ৯ জুন পর্যন্ত চলবে। তাই ওই দিনগুলি ১ থেকে ৫ নম্বরে ট্রেন চলাচল বন্ধ থাকবে। এখানে সিগন্যাল, ইলেকট্রিক সহ যাবতীয় কাজ করা হবে।
সেই কারণে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করারও সিদ্ধান্ত নিয়েছেন রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে তারা জানিয়েছেন, এই ক’দিন শিয়ালদহ থেকে ট্রেন যাতায়াত করার ক্ষেত্রে সময় বেশি লাগবে। অর্থাৎ ট্রেন লেট করে চলবে। পাশাপাশি জানানো হয়েছে, আগামী জুলাই মাস থেকেই শিয়ালদহের সব শাখায় ১২ কামরার ট্রেন চলবে।
দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হলেই তৃতীয় পর্যায়ের কাজ শুরু হবে। সেই কাজ শেষ হতে আরও ৩ সপ্তাহ সময় লাগবে। জুলাই থেকে ১-৫ নম্বর প্ল্যাটফর্ম এ ১২ কোচের ট্রেন চলবে। এখন ৩০০টি ৯ কোচের ট্রেন চলে। পিক টাইমে প্রায় ৩০০০ যাত্রী ৯ কোচের ট্রেন বহন করে। সেটা আরও বেড়ে যাবে ১২ কোচ ট্রেন চালু হলে।