বারুইপুর: পরকীয়ার সন্দেহে গৃহবধূকে বিবস্ত্র করে মাথার চুল নাড়া করে মারধর করার অভিযোগ অন্য প্রতিবেশীর বিরুদ্ধে। গুরুতর ওই গৃহবধূকে (Woman) হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়। ঘটনায় সাত জন গ্রেফতার (Arrest)।
ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ হারউড পয়েন্ট কোস্টাল থানার বউবাজার এলাকায়। গত তিন তারিখে ওই গৃহবধূকে পরকীয়া করার সন্দেহে বেশ কয়েকজন প্রতিবেশী বাড়ি থেকে টেনে বের করে রাস্তার উপরে ফেলে বেধড়ক মারধর করে। এরপর বস্ত্র খুলে দেয়। মাথার চুল নাড়া করে দেয়। ওই গৃহবধূর শরীরে লংকা ছিটিয়ে দেওয়া হয়। এই ঘটনার সঙ্গে একাধিক পুরুষ এবং মহিলা জড়িত। কিছু প্রতিবেশী ওই গৃহবধূকে ছাড়াতে গেলে সেইসব প্রতিবেশীদের উপরে আক্রমণ চালায় বলে অভিযোগ। আহত ওই গৃহবধূকে কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় কাকদ্বীপ হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ সাতজনকে গ্রেফতার করে। এদের মধ্যে পাঁচজন মহিলা এবং দুজন পুরুষ। তাদেরকে কাকদ্বীপ আদালতে তোলা হলে আদালত জেল হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় এলাকার মানুষ ক্ষুব্ধ। ক্ষুব্ধ ওই গৃহবধূর পরিবার।
আরও পড়ুন: তৃতীয়বারের জন্য সরকার গড়ার প্রক্রিয়া শুরু বিজেপির, বৈঠকে এনডিএ
আরও খবর দেখুন