বলিউড এবং ওটিটিতে অভিনয় করার পর এবার দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন অভিনেত্রী শর্বরী ওয়াঘ।শুধু তাই নয়,তিনি জুটি বাঁধছেন তেলগু সুপারস্টার বিজয় দেবরাকোন্ডার সঙ্গে।তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি এখন সরগরম সেই জল্পনাতেই।জানা যাচ্ছে,সদ্যই হায়দরাবাদ গিয়েছিলেন বান্টি অউর বাবলি ২ ছবির এই অভিনেত্রী। সেখানেই একসঙ্গে দেখা গিয়েছে বিজয় দেবরাকোন্ডা ও শর্বরীকে।তারপর থেকেই জল্পনা চলছে অর্জুন রেড্ডি খ্যাত তারকার সঙ্গে দক্ষিণী ছবিতে স্ক্রিন শেয়ার করতে পারেন এই বলিউড অভিনেত্রী।খুব সম্প্রতি পুরী জগন্নাথ পরিচালিত ছবি জন গণ মন-এর শ্যুটিং শুরু করেছেন বিজয় দেবরাকোন্ডা।পাশাপাশি শর্বরীর সঙ্গে নতুন ছবির শ্যুটিংও তিনি সারতে পারেন বলে মিলছে খবর।
আরও পড়ুন –Akshay Kumar As Chatrapati Shivaji : খিলাড়ি এবার শিবাজী
সন্দীপ রেড্ডি ভাঙ্গার অর্জুন রেড্ডি ছবিতে অভিনয় করে বক্সঅফিসে ঝড় তুলেছিলেন বিজয় দেবরাকোন্ডা।তারপর থেকেই জোর জল্পনা চলছিল অভিনেতার বলিউড ডেবিউয়ের।২০২০সালের করোনাকালে জানা যায় করণ জোহর প্রযোজনায় লাইগার ছবিতে অভিনয় করছেন বিজয়।ছবির নায়িকা অনন্যা পাণ্ডে।লাইগার-এর পরিচালক পুরী জগন্নাথ।গত অগস্টে মুক্তি পায় ছবি।অবশ্য বক্সঅফিসে মোটেও সাফল্য পায়নি লাইগার।বর্তমানে পুরী জগন্নাথের পরিচালনায় জন গণ মন ছবিতে কাজ করছেন বিজয়।অন্যদিকে দক্ষিণী তারকার পরবর্তী ছবির সম্ভাব্য নায়িকা শর্বরী ওয়াঘ মডেলিং দিয়ে আত্মপ্রকাশ করলেও অভিনয় জীবনের শুরুর মঞ্চ হিসেবে বেছে নেন ওটিটিকেই।
আরও পড়ুন – Avatar The Way Of Water-Hindi Trailer : ‘অবতার ২’-এর হিন্দি ট্রেলার
পরিচালক কবীর খানের ওয়েব সিরিজ দ্য ফরগটেন আর্মি-তে অভিনয় করেন ভিকি কৌশলের ভাই সানি কৌশলের সঙ্গে।তখন থেকেই সানির সঙ্গে তাঁর বিশেষ বন্ধুত্ব।যা প্রেমের সম্পর্কে পরিণতি পেতে খুব বেশি সময় নেয়নি।পাশাপাশি গতবছরের ছবি বান্টি অউর বাবলি ২ তেও দেখা গিয়েছে শর্বরীকে।দুষ্টু-মিষ্টি নায়িকার চরিত্রে নায়িকার অভিনয় কিন্তু নজর কেড়েছে দর্শকের।
আরও পড়ুন – Salman Khan-Akshay Kumar-Anupam Kher : বলিতারকাদের বাড়তি নিরাপত্তা