Thursday, August 28, 2025
HomeScrollচতুর্থবার গ্র্যামি জয় শাকিরার

চতুর্থবার গ্র্যামি জয় শাকিরার

ওয়েব ডেস্ক: শাকিরার কণ্ঠ ও সৌন্দর্যে বুঁদ বিশ্ব। দুনিয়া কাঁপানো জনপ্রিয় পপ গায়িকা শাকিরা (Shakira) চতুর্থবারের গ্র্যামি জয় করেছেন। নিজের জন্মদিনে গ্র্যামি জিতে উচ্ছ্বসিত শাকিরা। পুরস্কার উৎসর্গ করেছেন ‘অভিবাসী ভাইবোন’দের।

প্রত্যেকবারের মতোই এবারও লস অ্যাঞ্জেলসে বসেছে গ্র্যামির (67th Annual Grammy Awards) আসর। চতুর্থবার গ্র্যামি জয় করলেন পপ গায়াকা শাকিরা। জন্মদিনেই ফের গ্র্যামি জিতলেন শাকিরা। এই নিয়ে চতুর্থবার গ্র্যামি জয় করলেন তিনি। এবার Las Mujeres Ya No Lloran অ্যালবামের জন্য এই পুরস্কার পেলেন পপ গায়িকা। নিজের পুরস্কার ‘অভিবাসী ভাইবোন’দের উৎসর্গ করেন গায়িকা। পুরস্কার হাতে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন গায়িকা। তিনি বলেন, “আমি আমার পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করছি। তাদেরই এটা প্রাপ্য। আমি সবসময় তাদের লড়াইয়ের পাশে আছি।” আমেরিকার ভয়াবহ দাবানলের ক্ষয়ক্ষতি নিয়ে দুঃখ প্রকাশ করেন। বিশ্বের প্রতিটি কর্মরত মহিলার পরিশ্রমকেও কুর্নিশ জানান শাকিরা। গ্র্যামি অ্যাওয়ার্ডের লাল গালিচায় শাকিরাকে দেখা গেল কমলা এবং কালো রঙের একটি ববিকন গ্রাউনে। স্লিভলেস পোশাকের সঙ্গে ছিল কমলা ভি-নেকলাইন ব্যাকলেস বডিস্যুট।

আরও পড়ুন: গ্র্যামি জিতে ইতিহাস গড়লেন ‘কৃষ্ণাঙ্গ’ বিয়ন্সে

অন্য খবর দেখুন

YouTube player
Read More

Latest News