মুম্বই : সোমবারই আসছে পাঠান(Pathaan)-এর নতুন গান বেশরম রং(Besharam Rang)।তবে তার আগেই বিকিনি লুকে নেটিজেনের মন জয় করলেন দীপিকা পাডুকোন(Deepika Padukone)।পাঠান-এর প্রথম গান বেশরম রং যে সোমবার মুক্তি পাবে ছবির নতুন পোস্টার শেয়ার করে এমনটাই জানালেন শাহরুখ খান(Shah Rukh Khan)।আর সেই পোস্টারেই হলুদ বিকিনিতে নজর কাড়লেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। অনেকদিন পর দীপ্পিকে এমন খোলামেলা বিকিনিতে দেখে রীতিমতো ঝড় বইছে নেটদুনিয়ায়।শোনা যাচ্ছে,গানেও নাকি এমনই হট অ্যান্ড বোল্ড বিকিনি লুকেই দেখা যাবে অভিনেত্রীকে।দুর্দান্ত এই গানটিতে দীপিকার সঙ্গে থাকবেন শাহরুখ খানও।গানটিতে সুর করেছেন বিশাল ও শেখর জুটি(Music Composer Vishal & Shekhar)।দীর্ঘ চারবছর পর সিদ্ধার্থ আনন্দ(Siddharth Anand) পরিচালিত পাঠান-এর হাত ধরেই বড়পর্দায় কামব্যাক করছেন বলিউড বাদশা।স্পাই থ্রিলার ফিল্মে শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন।ভিলেনের চরিত্রে থাকছেন জন আব্রাহাম(John Abraham)।
আরও পড়ুন – Pushpa-The Rule-Allu Arjun-Rashmika Mandanna : ‘পুষ্পা ২’-র শ্যুটিংয়ে যোগ দিচ্ছেন অল্লু অর্জুন
View this post on Instagram
কিং খানের জন্মদিনে মুক্তি পেয়েছে পাঠান-এর টিজার।তবে ছবির ট্রেলার দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সিনেপ্রেমীদের।কারণ,খবর মিলছে নতুন বছরের ১ জানুয়ারি মুক্তি পেতে পারে পাঠান-এর ট্রেলার।তবে তার আগে ডিসেম্বরেই প্রকাশ্যে আসবে ছবির দু দুটি গান।যার মধ্যে প্রথম গানটি মুক্তি পেতে চলেছে সোমবারই।পাঠান-এর প্রথম গান বেশরম রং কেমন হয়,এখন সেদিকেই নজর রয়েছে বাদশা ভক্তদের।২৫ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে পাঠান।
আরও পড়ুন – Imtiaz Ali-Chamkila-Diljith Dosanjh-Pariniti Chopra : পরিচালনায় ফিরছেন ইমতিয়াজ,জুটি বাঁধছেন দিলজিৎ-পরিণীতি
View this post on Instagram