Placeholder canvas

Placeholder canvas
HomeবিনোদনKaushik Aparajita Kathamrita Awards: কৌশিক-অপরাজিতার 'কথামৃত' পেল চারটি পুরস্কার

Kaushik Aparajita Kathamrita Awards: কৌশিক-অপরাজিতার ‘কথামৃত’ পেল চারটি পুরস্কার

Follow Us :

হায়দ্রাবাদ: হায়দ্রাবাদে অনুষ্ঠিত হলো তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল-আয়না(Telangana Bengali Film Festival 2022)। ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল কৌশিক গাঙ্গুলী(Kaushik Ganguly) ও অপরাজিতা আঢ্য(Aparajita Auddy) অভিনীত ‘কথামৃত'(Kathamrita)। এক কথায় এই ফেস্টিভ্যালে ছবিটির জয় জয়কার। ছবিটি চারটি ক্যাটেগরিতে পুরস্কার জিতে নিয়েছে(Four Category Awards)। সেরা ফিল্মের পুরস্কার ছাড়াও সেরা অভিনেতা হয়েছেন কৌশিক গাঙ্গুলী, সেরা পরিচালক হয়েছেন ছবিটির পরিচালক জিৎ চক্রবর্তী(Jeet Chakraborty) এবং সেরা অরিজিনাল স্টোরি ক্যাটাগরিতেও পুরস্কৃত হয়েছে ছবিটি।

আরো পড়ুন:KIFF Amitabh Exhibition Jaya: কলকাতা চলচ্চিত্র উৎসবে অমিতাভের চিত্র-প্রদর্শনী উদ্বোধন করলেন জয়া

প্রসঙ্গত গত ১৮ নভেম্বর কথামৃত মুক্তি পাওয়ার পর যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে। অসম্পূর্ণ দাম্পত্যের সম্পূর্ণ গল্প বলে ‘কথামৃত’। ছবিতে কৌশিকের চরিত্রটি বাকশক্তিহীন। একটি ছোট্ট লাল ডারিতে তিনি লিখে রাখেন নিজের মনের কথা। জীবনের সুখ-কষ্ট সবটাই লেখা থাকে এই ডাইরিতে। আর এই ডায়েরির নামই হল ‘কথামৃত’। ছবিতে কৌশিকের স্ত্রীর চরিত্রে দেখা গেছে অপরাজিতাকে। কৌশিকের চরিত্রটির নাম সনাতন। কৌশিক জানিয়েছিলেন পরিচালক জিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা সত্যিই অনবদ্য। এই ছবিতে অপরাজিতার চরিত্রটির নাম সুলেখা। অপরাজিতার কথায় প্রতিটি মানুষের জীবনে কথা যে কতটা গুরুত্বপূর্ণ তা নিয়েই তৈরি হয়েছে এই ছবি। দুটি মানুষ আর আর ছেলে ঋককে নিয়ে তাদের সুখের সংসারের গল্পই হলো ‘কথামৃত’।

RELATED ARTICLES

Most Popular