কলকাতা: বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর(Chanchal Choudhury) ‘হাওয়া'(Haoa) ছবি নিয়ে বেশ কিছুদিন ধরেই এপার বাংলায় যথেষ্ট উৎসাহ দেখা গেছে। কলকাতা চলচ্চিত্র উৎসবের(KIFF) আগেও ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের অঙ্গ হিসেবে নন্দনে(Nandan) প্রদর্শিত হয়েছিল। তখনো ‘হাওয়া’ ঘিরে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গিয়েছিল। আজ ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে অর্থাৎ শুক্রবার ‘নন্দন ১’ এ চঞ্চল ‘হাওয়া’ দর্শকদের যথেষ্ট আকৃষ্ট করেছে। যথেষ্ট উৎসাহ এবং ভিড় দেখা গেছে এই ছবিকে ঘিরে। বাংলাদেশের ব্লকবাস্টার ছবি হাওয়া যে ব্যাপক সাড়া ফেলেছিল তা অনেকদিন আগে থেকেই বোঝা গিয়েছিল। গতকাল বিকেল থেকেই এই ছবি দেখার জন্য বিরাট লাইন পড়েছিল।
প্রসঙ্গত, ছবিটি শুধু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে তা নয় আজ এপার বাংলায় ছবিটি প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে।
অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা ভীষণই অসুস্থ। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। অথচ ছবি তাগিদে তিনি এখন এপার বাংলায় রয়েছেন। কাজেই এটা সহজেই অনুমেও যে অভিনেতার জন্য এটা যথেষ্ট কঠিন সময়।
KIFF Chanchal Haoa: চলচ্চিত্র উৎসবে চঞ্চল ‘হাওয়া’ ঘিরে ভিড়
Follow Us :