Home Scroll পার্নোর শরীরে জড়ানো গাঢ় নীল শাড়ি

পার্নোর শরীরে জড়ানো গাঢ় নীল শাড়ি

কলকাতা: তিনি আজও অঞ্জন দত্তের রঞ্জনা হিসাবেই পরিচিত বৈশাখের দিনে পার্ণোকে (Parno Mittra) দেখা গেল নীল সিল্কের শাড়িতে। ঝলমলে সাজে ভক্তদের মনে কালবৈশাখীর ঝড় তুললেন অভিনেত্রী। টলিউডের প্রথম সারির ছবিতে দেখা গেলেও, পার্ণোর অভিনয় বেশ প্রশংসিত। অভিনেত্রীর নতুন ছবি ‘অঙ্ক কি কঠিন’। পাইপলাইনে ওয়েব সিরিজ ‘ভোগ’ও।

পার্নো মিত্রের সৌন্দর্য এবং স্টাইলিং সবার নজর কাড়ে। ছকভাঙা স্টাইলিংয়ে সবাইকে মুগ্ধ করেন অভিনেত্রী। অসাধারণ ব্যক্তিত্ব দেখে প্রেমে পড়েন অনেকেই। শাড়ি থেকে ওয়েস্টার্ন সব পোশাকেই পার্নো দারুণভাবে সাবলীল। এবার অভিনেত্রীকে দেখা গেল বাঙালি সাজে। নীল সিল্কের শাড়িতে ঝলমল করছেন পার্নো মিত্র (Parno Mittra)। এই শাড়িতে অপূর্ব দেখাচ্ছে তাঁকে। তাঁর লুকে রয়েছে এলিগেন্সের ছোঁয়া। পার্নোকে দেখে চোখ ফেরানোর উপায় নেই!

আরও পড়ুন: মুক্তির আগে বড় সাফল্য, রাজ্যসভায় ‘আমার বস’

 

View this post on Instagram

 

A post shared by parnomittra (@parnomittra)

অন্য খবর দেখুন 

YouTube player