ফের পিছোচ্ছে আলিয়া ভাট অভিনীত ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’-র মুক্তি।গত বছর থেকেই সিনেপ্রেমীদের অন্যতম চর্চার মধ্যে রয়েছে সঞ্জয় লীলা বানশালির এই মেগাবাজেট ফিল্ম।দীর্ঘ টালবাহানার পর ১৮ ফেব্রুয়ারি গঙ্গুবাই কাঠিয়াওয়ারি মুক্তির দিন ধার্য করেছিলেন পরিচালক তথা ছবির অন্যতম প্রযোজক সঞ্জয় লীলা বানশালি।তবে ওইদিন মুক্তি পাচ্ছে না ছবি।তবে খুব বেশি নয়,মাত্র একসপ্তাহ পিছোচ্ছে ছবি মুক্তির দিন।১৮ ফেব্রুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি বড়পর্দায় আসছে ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’।শুক্রবার এমনটাই ঘোষণা করা হয়েছে প্রযোজনা সংস্থার তরফে।সূত্রের খবর,এখনও সেইভাবে ছবির প্রচার শুরু করতে পারেননি নির্মাতারা।মুক্তি পায়নি ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’-র ট্রেলারও।
Witness her reign in cinemas near you on 25th February 2022. ?#GangubaiKathiawadi#SanjayLeelaBhansali @ajaydevgn @aliaa08 @prerna982 @jayantilalgada @PenMovies @saregamaglobal pic.twitter.com/SJ5myx1X3u
— BhansaliProductions (@bhansali_produc) January 28, 2022
তাই ছবির প্রমোশনের জন্য হাতে খানিকটা সময় নিচ্ছেন তাঁরা।তবে ‘গঙ্গুবাই’-এর বক্সঅফিস সাফল্যের পথ যে কাঁটা বিছানো থাকবে তা বলার অপেক্ষা রাখে না।কারণ,২৫ফেব্রুয়ারি শাহিদ কাপুর অভিনীত জার্সি মুক্তি পাবে বলে খবর।ওইদিন মুক্তি পেতে চলেছে জন আব্রাহামের নতুন ছবি অ্যাটাক-ও।সব মিলিয়ে ফেব্রুয়ারির শেষে যে বক্সঅফিসে ধুন্ধুমার হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।খুব শীঘ্রই ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’-র ট্রেলার প্রকাশ্যে আসবে বলে খবর।