ওয়েব ডেস্ক: শনিবার আহমেদাবাদের কাঁকারিয়া লেকের একেএ এরিনায় ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়। এদিন এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। শাহরুখ খান, করণ জোহর এবং মনীশ পল অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। অনুষ্ঠানে শাহরুখ, কৃতি শ্যানন, এবং কাজল-সহ অন্যা তারকারা পারফর্মও করেন।
View this post on Instagram
‘লাপাতা লেডিস’ এই বছর সেরা চলচ্চিত্রের (১৩টি অ্যাওয়ার্ড) পুরস্কার জিতেছে। অভিষেক ছাড়াও কার্তিক আরিয়ানও ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পান। কার্তিক এর আগে ২০২৩ সালে ‘ভুল ভুলাইয়া ২’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন। ‘জিগরা’র জন্য আলিয়া ভাট সেরা অভিনেত্রীর পুরস্কার পান।
View this post on Instagram
একনজরে দেখে নেওয়া যাক কারা কারা পেলেন পুরস্কার, রইল বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
- সেরা অভিনেতা- অভিষেক বচ্চন (আই ওয়ান্ট টু টক), কার্তিক আরিয়ান (চান্দু চ্যাম্পিয়ন)
- সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (জিগরা)
- সেরা অভিনেতা (ক্রিটিকস অ্যাওয়ার্ড)- রাজকুমার রাও (শ্রীকান্ত)
- সেরা অভিনেত্রী (ক্রিটিকস অ্যাওয়ার্ড)- প্রতিভা রান্তা (লাপতা লেডিজ)
- সেরা পার্শ্ব অভিনেতা- রবি কিষাণ (লাপতা লেডিজ)
- সেরা পার্শ্ব অভিনেত্রী- ছায়া কদম (লাপতা লেডিজ)
- সেরা ছবি (ক্রিটিকস) – আই ওয়ান্ট টু টক (সুজিত সরকার)
- সেরা অভিনেত্রী (ডেবিউ)- নীতাংশি গোয়েল (লাপতা লেডিজ)
- সেরা অভিনেতা (ডেবিউ)- লক্ষ্য (কিল)
- সেরা পরিচালক (ডেবিউ)- কুণাল খেমু (মাডগাঁও এক্সপ্রেস), আদিত্য সুহাস জাম্ভলে (আর্টিকল ৩৭০)
- সেরা কাহিনি- আদিত্য ধর ও মোনাল ঠক্কর (আর্টিকল ৩৭০)
- সেরা সংলাপ- স্নেহা দেশাই (লাপতা লেডিজ)
- সেরা মিউজিক অ্যালবাম- রাম সম্পাত (লাপতা লেডিজ)
- সেরা লিরিক্স- প্রশান্ত পাণ্ডে (লাপতা লেডিজ)
- সেরা গায়ক- অরিজিৎ সিং (লাপতা লেডিজ)
- সেরা গায়িকা- মধুবন্তী বাগচি (স্ত্রী ২)
- সেরা ছবি- লাপতা লেডিজ
- সেরা পরিচালক- কিরণ রাও (লাপতা লেডিজ)
- সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর- রাম সম্পাত (লাপতা লেডিজ)
- সেরা সাউন্ড ডিজাইন- সুভাষ সাহু (কিল)
- সেরা ভিএফএক্স- রিডিফাইন (মুঞ্জা)
- সেরা কোরিওগ্রাফি- বস্কো সিজার ( ব্যাড নিউজ, তওবা তওবা)
- সেরা সম্পাদনা- শিবকুমার ভি পানিকার (কিল)
- সেরা পোশাক- দর্শন জালান (লাপতা লেডিজ)
- সেরা প্রোডাকশন ডিজাইন- ময়ূর শর্মা (কিল)
- সেরা সিনেমাটগ্রাফি- রাফে মহম্মদ (কিল)
- লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড- জিনাত আমন ও শ্যাম বেনেগাল
- সঙ্গীতে প্রতিভাশালীদের জন্য আর ডি বর্মন অ্যাওয়ার্ড- অচিন্ত্য ঠক্কর (জিগরা ও মিস্টার অ্যান্ড মিসেস মাহি)
View this post on Instagram
আরও পড়ুন: করওয়া চৌথের পর স্বামী ও মেয়ের সঙ্গে স্পেশাল মুহুর্তে প্রিয়াঙ্কার
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে অত্যন্ত মনযোগ সহকারে শাহরুখ খান লড়কি বড়ি অঞ্জানি হ্যায় গানের হুকস্টেপ প্র্যাকটিস করছেন। উল্লেখ্য, শাহরুখ আহমেদাবাদে রয়েছেন এই খবর ছড়িয়ে পড়তেই ভক্তরা ভেন্যুর বাইরে ভিড় জমিয়েছিলেন। প্রিয় তারকাকে এক ঝলক দেখার আশায় অধীর আগ্রহে অপেক্ষা করেছিল অগণিত অনুরাগী।
View this post on Instagram
দেখুন খবর: