‘পুষ্পা: দ্য রাইজ সিনেমা’ খ্যাত তারকা একেবারে নতুন লুকে ধরা দিয়েছেন। দক্ষিণী জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের এই নতুন লোক সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। আল্লুর নিজেরই পোস্ট করা এই ছবিতে তাঁকে দেখা যাচ্ছে লাল-কালো শার্ট, কালো জ্যাকেট, কাঁচা পাকা চুল। তাঁর কানে দুল আর চোখে রোদ চশমা দেখা যাচ্ছে। ঠোঁটে সিগারেট। জ্বলন্ত নয়। ছবির ক্যাপশনে দক্ষিণী তারকা লিখেছেন, ‘সতর্কীকরণ: ধূমপান স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর’। সোশ্যাল মিডিয়া য় ছবিটি প্রকাশিত হওয়ার পর এটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। অনেকেরই ধারণা ছবিটি ‘পুষ্পা: দ্যা রুল’ অর্থাৎ ‘পুষ্পা’র সিক্যুয়ালের নতুন লুক। ভক্তদের একজন মন্তব্য করেছেন,’দারুন পরিবর্তন সব সময় আপনি চমকে দেন’। অন্য একজন লিখেছেন, ‘এই লুকে আমি পুষ্পার অনুভূতি পাচ্ছি’। প্রসঙ্গত গত ডিসেম্বরে মুক্তি পেয়েছিল আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা: দ্যা রাইজ’ ছবিটি। বক্স অফিসে ৩০০ কোটি টাকা বেশি আয় করেছে ছবিটি। জানা গেছে ইতিমধ্যেই ‘পুষ্পা দ্যা রুল’ ছবির কাজ শুরু হয়ে গিয়েছে। চলতি বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা।
Html code here! Replace this with any non empty text and that's it.