মুম্বই: মাসি হলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে, খুড়তুতো বোন আলানা পাণ্ডের (Alanna Panday) কোল আলো করে এল পুত্র সন্তান। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে খুশির খবর জানিয়েছেন আলানা। ভিডিওতে দেখা যাচ্ছে, নতুন মা-বাবা ও তাঁদের একরত্তি নীল পোশাকে সেজেছেন। ভিডিওর সঙ্গে ক্যাপশনে লেখা, ‘আমাদের ছোট্ট পরী এসে গেছে’।
View this post on Instagram
আরও পড়ুন: শার্টলেস ভিকি, নীল বিকিনিতে ঝড় তুললেন তৃপ্তি
তুতো দিদির পরিবারে সুখবরে আহ্লাদে আটখানা মাসি অনন্যা পাণ্ডে (Ananya Panday)। ইনস্টাগ্রাম স্টোরিতে আলানার শেয়ার করা ভিডিও পোস্ট করে লেখেন, ‘আমার মিষ্টি ছোট্ট বোনপো এসেছে।’

উল্লেখ্য, গত বছর মুম্বইয়ে গাঁটছড়া বাঁধেন আলানা পাণ্ডে ও আইভর ম্যাকরে (Ivor McCray)। ফেব্রুয়ারি মাসে দম্পতি ঘোষণা করে যে তাঁদের পরিবারে প্রথম সন্তান আসতে চলেছে। একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে আলানা লেখেন, ‘আমরা এখনই তোমাকে খুব ভালবেসে ফেলেছি, দেখা করার তর সইছে না।’ আর এবার পরিবারে নতুন সদস্য আসার খবরে আনন্দে আত্মহারা আলানা-আইভর।
দেখুন বিনোদনের আরও খবর