আর্থিক সমস্যায় ভুগছেন বর্ষিয়ান বলিউড অভিনেত্রী সবিতা বাজাজ। সোশ্যাল সাইটে সবিতার দুরাবস্থার কথা জানতে পারেন আয়ুষ্মান খুরানা। আর তার পরই তাঁর ব্যাংক অ্যাকাউন্টে মোটা টাকা ট্রান্সফার করলেন বলিউডের ভিকি ডোনার।
৭৯ বছরের সবিতা এম্ফিসেমায় ভুগছেন। প্রায়ই অক্সিজেন দিতে হয় তাঁকে, ভর্তি হতে হয় হাসপাতালেও। এমনকি করোনাতেও আক্রান্ত হয়েছিলেন তিনি। মহামারীর কালেও হাসপাতালে ভর্তি ছিলেন সবিতা বাজাজ। সেই সময় তাঁর অক্সিজেনেরও দরকার হয়, সোনু সুদ সেই সময় প্রবীণ অভিনেত্রীকে অক্সিজেন সরবরাহ করেছিলেন। রাজেশ্বরী সচদেবের সোশ্যাল সাইট পোস্ট থেকে সবিতা বাজাজের অসুস্থতার খবর জানতে পারেন আয়ুষ্মান খুরানা। তারপরই রাজেশ্বরীর সঙ্গে যোগাযোগ করেন আয়ুষ্মান। ব্যাংকে টাকা ট্রান্সফার করেন।
সবিতার দেখাশোনা করেন অভিনেত্রী নুপূর অলঙ্কার। আয়ুষ্মানের কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়ার পর তাঁদের অনেকটাই সুবিধা হয়েছে বলে জানাচ্ছেন নুপূর। টাকার অভাবে সবিতাকে হাসপাতাল থেকেও রিলিজ করানো যাচ্ছিল না, সেই সমস্যাও মিটেছে।
অবশ্য আয়ুষ্মান একা নন, জ্যাকি শ্রফ, সোনু সুদ সহ অনেকেই সবিতাকে আর্থিক সাহায্য করেছেন। ‘বেটা হো তো অ্যায়সে’, ‘নজরানা’ সহ বেশ কিছু বলিউড ছবিতে কাজ করেছেন সবিতা।