skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনফিরছে বীরু-বসন্তী জুটি ?

ফিরছে বীরু-বসন্তী জুটি ?

Follow Us :

দীর্ঘদিন পর ফের একসঙ্গে দেখা যেতে পারে ‘শোলে’-র ‘বীরু ও বসন্তী’-র সেই এভারগ্রীন জুটিকে।সংবাদমাধ্যমে খোলামেলা আড্ডায় এমনটাই আভাস দিলেন এশা দেওল।সদ্যই ছবির প্রযোজনার জগতে পা রেখেছেন এশা।বাবা-মাকে নিয়ে একটি রোম্যান্টিক ছবি তৈরি করবেন,ইতিমধ্যেই সেই নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন অভিনেত্রী।

করণ জোহরের আপকামিং ফিল্ম ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে অভিনয় করে বলিউডে কামব্যাক করছেন ধর্মেন্দ্র।অভিনয়ের জগতে বাবা ফিরে আসায় দারুণ খুশি মেয়ে এশা দেওল।ধর্মেন্দ্র কন্যা জানিয়েছেন,”করণ যেমন ভালো মানুষ,তেমনই ভালো পরিচালক তাঁর ছবিতে কাজ করে বাবা রূপোলি পর্দায় ফিরবেন, এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না।বাড়তি পাওনা জয়া বচ্চনের উপস্থিতি।এশা জানালেন,জয়া আন্টি আমাদের কাছের মানুষ,বাবা তাঁর সঙ্গে জুটি বাঁধছেন এটাই বিরাট ব্যাপার।” করণের অন্য ছবিগুলোর মতো ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-ও বক্সঅফিসে বাজিমাৎ করবে,আশাবাদি এশা।

ধর্মেন্দ্র একা নন,বলিউডে ফিরতে পারেন মা হেমাও।এই প্রসঙ্গে এশা বললেন,”একজন অভিনেত্রী সারাজীবন অভিনেত্রীই থাকেন।মা-ও চান বলিউডে ফিরতে,ভালো চিত্রনাট্য পেলেই ছবিতে কাজ করবেন তিনি।” তাই হেমার রূপোলি পর্দায় ফেরা এখন শুধুই সময়ের অপেক্ষা।

RELATED ARTICLES

Most Popular