রণবীর কাপুর-আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিসে সুনামি এনেছে। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি ১০ দিনে ২০০ কোটির ক্লাবের প্রবেশ করেছে। সারা বিশ্বে ছবিটি ইতিমধ্যেই ৩৫০ কোটি টাকা আয় করেছে। ‘কাশ্মীর ফাইলস’কে পিছনে ফেলে ২০২২ সালে সবচেয়ে বড় বলিউড ছবি হিসেবে নাম লিখিয়েছে। জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রেও যথেষ্ট ভালো ব্যবসা করছে ছবিটি। ইতিমধ্যেই ব্যবসার নিরিখে রণবীর-আলিয়ার ছবিটি মার্কিন মুলুকে ইতিমধ্যেই বলিউডের সপ্তম বৃহত্তম চলচ্চিত্রে পরিণত হয়েছে। আমেরিকায় যে বলিউড ছবির একটা বড় বাজার আছে তা সকলেরই জানা। মার্কিন মুলুকে বলিউড ছবির আয়ের তালিকায় ‘ব্রহ্মাস্ত্র’ প্রবেশ করার ফলে সলমন খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি তালিকা থেকে বেরিয়ে গেছে। প্রথম দশের তালিকায় ‘বজরঙ্গি ভাইজান’ এবং ‘সুলতান’ ছবিটি এখনো রয়েছে। এই তালিকায় এখনো পর্যন্ত শীর্ষে রয়েছে আমির খানের দঙ্গল। এছাড়াও ‘পদ্মাবত’ ,’পিকে’ তালিকার ওপরের দিকে রয়েছে। বলিউড ছবি ছাড়াও ‘বাহুবলী ২’ এবং ‘ট্রিপল আর’ মার্কিন ছবির বাজারে যথেষ্ট ভালো ব্যবসা করেছিল। প্রসঙ্গত,’ব্রহ্মাস্ত্র’র এই সাফল্যের কথা মাথায় রেখে নির্মাতারা শুধু ছবির দ্বিতীয় পর্ব নয়, তৃতীয় পর্বের শুটিংও একইসঙ্গে শুরু করতে চলেছেন। ছবির পরিচালক অয়নন মুখোপাধ্যায় এ খবর জানিয়েছেন। অভিনেতা রণবীর জানিয়েছেন ছবির সঙ্গে জড়িত সকলেই একটি whatsapp গ্রুপে যুক্ত। সেখানে সকলেই দর্শকদের প্রতিক্রিয়া শেয়ার করছেন। যা দেখে বোঝা যাচ্ছে দর্শকরা এর পরবর্তী পর্ব গুলো দেখার জন্য কিভাবে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। ছবিতে যে অস্ত্রগুলো দেখানো হয়েছে তার নেপথ্য কাহিনী জানার জন্য দর্শকরা মুখিয়ে রয়েছেন। এই প্রসঙ্গে বলতে গিয়ে পরিচালক আয়ন ব্রহ্মাস্ত্র ছবির দ্বিতীয় ও তৃতীয় পর্বের শুটিং যে একসঙ্গে শুরু হবে সে কথা উল্লেখ করেছেন। প্রসঙ্গত প্রথম পর্বের অন্তিম দৃশ্যে ব্রম্ভাস্ত্র দ্বিতীয় পর্বের ঝলক দেখিয়েছিলেন পরিচালক।
Html code here! Replace this with any non empty text and that's it.