Sunday, August 3, 2025
Homeবিনোদনবিতর্ক তাঁর কখনোই পিছু ছাড়েনি

বিতর্ক তাঁর কখনোই পিছু ছাড়েনি

Follow Us :

স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর থেকে বলিউডে এখন সবথেকে বিতর্কিত অভিনেত্রী শিল্পা শেঠি। তবে বিতর্ক সবসময়ই তাঁকে বিঁধে রেখেছে। কেচ্ছা-কেলেঙ্কারিতে তিনি স্বামী রাজকেও টেক্কা দিতে পারেন। বলিউডে এখন শিল্পাকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। রাজের  গোপন ব্যবসা অর্থাৎ যৌন-ছবি তৈরি করা সম্পর্কে শিল্পা কতটা জানতেন তা নিয়ে তদন্তকারীরা হন্যে হয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। নেটিজেনদের নানান প্রশ্নের মধ্যে শিল্পার অভিনয় কেরিয়ারের ভবিষ্যৎ কী হবে, তা নিয়েও তারা চিন্তিত।শিল্পা নিজেও যথেষ্ট চিন্তিত। কারণ একের পর এক তার বিজ্ঞাপন বাতিল হয়ে যাচ্ছে। রিয়েলিটি শো থেকে সরে দাঁড়াতে হচ্ছে।

শিল্পা একাধিকবার তাঁর নিজের কীর্তির জন্য সংবাদ শিরোনামে উঠে এসেছেন। বিতর্ক তৈরি হয়েছে তাঁকে ঘিরেও। তাঁর গালে রিচার্ড গেয়ারের  চুম্বন কিংবা ওড়িশায় পুরোহিতের চুম্বন অথবা  ‘বিগ ব্রাদার’ বিতর্ক বা তাঁর সঙ্গে দাউদ ইব্রাহিম যোগ- সবকিছুতেই বিতর্কের শিরোনামে উঠে এসেছিল শিল্পার নাম। এ ছাড়াও আইপিএল বেটিং কিংবা বোল্ড ফটোশুট করার জন্য মাদুরাই কোর্টে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা রুজু হয়েছিল। কাজেই বিতর্কের তালিকা শিল্পাকে ঘিরে খুব একটা ছোট নয়। এ বার যদি তাঁর স্বামীর পর্ণফিল্ম তৈরির ব্যবসায় তার প্রত্যক্ষ যোগাযোগ প্রমাণ হয় তবে তাঁকে ঘিরে বিতর্কের তালিকা আরও দীর্ঘায়িত হবে।


বলিউডে অভিনয় কেরিয়ারে শিল্পা বেশকিছু ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। বলিউডে ‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে শিল্পার প্রেম নিয়ে একসময় বালিপাড়ায় চর্চার ঝড় উঠেছিল। পরে তাঁদের সম্পর্কে চিড় ধরে। সে প্রেম ছিল শিল্পার জীবনের অন্যতম আলোচিত  ঘটনা। হলিউড অভিনেতা রিচার্ড গেয়ার ভারতে এসেছিলেন এইডস নিয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠানে। ২০০৭ সালের সেই অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন শিল্পা শেঠি। মঞ্চে প্রকাশ্যে শিল্পাকে একাধিকবার চুমু খেয়েছিলেন রিচার্ড। তা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। তার জেরে পোড়ানো হয়েছিল শিল্পা ও ‘প্রিটি উওম্যান’ খ্যাত রিচার্ডের কুশপুতুল। ঘটনার এখানেই শেষ নয়। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। পরে অবশ্য সুপ্রিম কোর্ট মামলাটি খারিজ করে দেয়। শুধু  রিচার্ড গিয়ারের চুম্বন নয়, ২০০৯ সালে ওড়িশার সাক্ষীগোপাল মন্দিরে গিয়েছিলেন অভিনেত্রী৷ সেখানে খালি গায়ে থাকা এক পুরোহিত শিল্পাকে চুম্বন করেছিলেন। সেটিও ক্যামেরাবন্দি হয়েছিল। হাসিমুখেই সেই চুম্বন গ্রহণ করেছিলেন শিল্পা। এ বারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে সেই চুম্বন। এ ছাড়াও ২০০২ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রিয়েলিটি-শো ‘সেলিব্রিটি বিগ ব্রাদার’ এ অংশ নিয়েছিলেন শিল্পা। তিনিই একমাত্র ভারতীয় অভিনেত্রী যিনি এতে অংশ নেন। এই শো-তে অভিনেত্রীকে বর্ণবিদ্বেষ নিয়ে অনেক বিদ্রুপ সহ্য করতে হয়েছে। যদিও শেষ পর্যন্ত এই শো-তে তিনি বিজয়ী হয়েছিলেন। কিন্তু তাতেও তৈরি হয়েছিল তাঁকে নিয়ে বিতর্ক। ২০০৬ সালে একটি তামিল পত্রিকায় অপ্রীতিকর পোজ দিয়ে শিল্পা ও অভিনেত্রী রাইমা সেনের ছবি ছাপা হলে তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন মাদুরাই আদালত। আবার বিতর্কে শিরোনামে সেই শিল্পা। সেসময় সাক্ষাৎকারে শিল্পা বলেছিলেন, ‘যে ছবি প্রকাশিত হয়েছে তাতে আপত্তি করার কী আছে? নাভি দেখানো যদি আপত্তিকর হয়, তা হলে ভারতের অন্যতম ট্রাডিশনাল পোশাক শাড়ি নিষিদ্ধ করা উচিত’।
এভাবেই বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে বারবার বিতর্কের বেড়াজালে জড়িয়েছেন বলিউডের ফিটনেস সুন্দরী শিল্পা শেঠি। এ বার দেখার স্বামী রাজ কুন্দ্রার পর্নকান্ডের ঘটনায় তিনি নতুন করে বিতর্কে কতটা জড়ান।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Aadhar Update | ব্লক করা হল ১ কোটি আধার! কেন? দেখুন চাঞ্চল্যকর ভিডিও
00:00
Video thumbnail
SIR Issue | বিহার SIR নিয়ে বাড়ছে সমস্যা, স্বচ্ছতা কমছে, ধোঁয়াশা বাড়ছে, কী কী সমস্যা দেখা যাচ্ছে?
00:00
Video thumbnail
TMC | বাংলাভাষীদের উপর অ/ত্যা/চারের প্রতিবাদ তৃণমূলের কী বললেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা?
00:00
Video thumbnail
Neet UG | জামিন পেলেন নিট ইউজি ২০২৪-র প্রশ্নফাঁসের মূল পান্ডা, প্রশ্নের মুখে CBI-র ভূমিকা
08:11
Video thumbnail
Aadhar Update | ব্লক করা হল ১ কোটি আধার! কেন? দেখুন চাঞ্চল্যকর ভিডিও
01:47
Video thumbnail
Mamata Banerjee | সোমবার ভার্চুয়াল বৈঠক মমতার, দলীয় সাংসদদের কী পরামর্শ দেবেন মুখ্যমন্ত্রী?
03:31:13
Video thumbnail
Presidency University | SFI-এর বি/ক্ষো/ভ, এন্ট্রান্সের ফল প্রকাশের দিন ঘোষণা প্রেসিডেন্সির
05:28
Video thumbnail
TMC | বাঙালি বি/দ্বে/ষের চূড়ান্ত নজির, দিল্লি পুলিশের অফিশিয়াল চিঠিতে, কী শাস্তি চায় তৃণমূল?
06:05
Video thumbnail
জনতা যা জানতে চায় | বিহার বাহানা, বাংলা নিশানা?
06:22:45
Video thumbnail
Rahul Gandhi | রাহুল গান্ধীর রাজনৈতিক অ্যা/টম বো/ম, 'দেশ চালাচ্ছে অ/বৈ/ধ সরকার'
06:37:06