ছবির কনটেন্ট পরে । আগে ছবি নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরী করতে হবে। আর তা করার জন্য চাই নতুন নতুন আইডিয়া। এমনভাবে ছবির প্রমোশন করতে হবে যাতে মানুষের চোখে পরে, মনে ধরে। আর সেকাজে দেব টলিপাড়ায় এই মুহূর্তে একমেবাদ্বিতীয়ম। কখনো ঘুড়ি উড়িয়ে, কখনো আবাসনের পুজো কনটেস্ট করে আবার কখনো বা কলকাতা পুলিশের সাথে হাত মিলিয়ে নিজের ছবিকে পৌঁছে দেন মানুষ কাছে। এবার নিজের ছবির জন্য কাছে টেনে নিলেন প্রসেনজিৎ এবং তার পুত্রকে। তিনটে প্রজন্মকে এক ফ্রেমে নাচিয়ে নেওয়া কি মুখের ব্যাপার?কিছুদিন আগেই দেবের গানে জীবনের প্রথম ইনস্টাগ্রাম রিল তৈরি করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার দেবের গানে পা মেলালেন প্রসেনজিৎ। সাথে পুত্র তৃষাণজিৎ।মুক্তির অপেক্ষায় দেব-রুক্মিনীর ‘কিশমিশ’। ছবির প্রচারে কোনও খামতি রাখছেন না দেব। কখনও ছবি প্রচারে চাপছেন মেট্রো, তো কখনও রুক্মিনীকে নিয়ে সটান হাজির হচ্ছেন প্রসেনজিতের বাড়ি। কিশমিশের ‘অবশেষে’ গানটিতে রুক্মিনীর সঙ্গে প্রথমবার ইনস্টাগ্রাম রিলস করেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। ‘অবশেষে’ গানটির সংগীত পরিচালনা করেছেন নীলায়ন চট্টোপাধ্যায়। গানটি গেয়েছেন অরিজিৎ সিং। এই সিনেমারই আরেকটি গান ‘তুই বলব না তুমি’ ইতিমধ্যেই জনপ্রিয়। গানটি গেয়েছেন শুভদীপ পান ও নিকিতা গান্ধী। সেই গানেই এবার একসঙ্গে রিল বানালেন দেব, প্রসেনজিৎ ও তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। ২৯ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে ‘কিশমিশ’ রিলটি ইনস্টাগ্রামে পোস্ট করেন দেব। ক্যাপশনে তিনি লেখেন,”একই গানে বুম্বাদা তুমি এবং তৃষাণজিৎ তুই এই দুই প্রজন্মকে একসাথে পাওয়া মানে “তুই বলব না তুমি” হিট ।” ভিডিওটি শেয়ার করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। সবুজে ঘেরা বাগানে নাচ করলেন তিন জন। দেবের পরনে ঢিলেঢালা হুডি এবং ট্রাউজার্স। লাল পাঞ্জাবি-সাদা পাজামায় উজ্জ্বল প্রসেনজিৎ। তাঁর পুত্র মিশুককে যদিও দেখা গেল বাড়ির জৌলুসহীন পোশাকে। কয়েক সেকেন্ডের এই সংক্ষিপ্ত রিলে তাঁদের উচ্ছ্বাস স্পষ্ট।
Html code here! Replace this with any non empty text and that's it.