Wednesday, October 8, 2025
Homeবিনোদনঅন্তঃসত্ত্বা বলে ছাড়তে হয়েছিল কাজ, 'স্পিরিট'-এ ফিরলেন হার্টথ্রব অভিনেত্রী!

অন্তঃসত্ত্বা বলে ছাড়তে হয়েছিল কাজ, ‘স্পিরিট’-এ ফিরলেন হার্টথ্রব অভিনেত্রী!

ওয়েব ডেস্ক: খুব বেশি ছবি না বানালেও বলিউড পরিচালক সন্দীপ ভাঙ্গার(Sandeep Reddy Vanga) সবকটি ছবি সুপারহিট। রনবীর-শাহিদ(Ranbir-Sahid) এর পর এবার ভাঙ্গার ছবির হিরো প্রভাস। সন্দ্বীপের এই ছবির নাম ‘স্পিরিট'(Spirit)। ফিরে আসতে চলেছেন প্রভাসের বিপরীতে বলিউডের হার্টথ্রব অভিনেত্রী। এর আগে ‘কল্কি ২৮৯৮ এডি'(‘KALKI 2898 AD’) ছবিতে এই দুজনকে একসাথে কাজ করতে দেখা গেছে।

আরও পড়ুন:‘মা হওয়ার পর থেকে আমি একটা নতুন জীবনে প্রবেশ করেছি’,অদূর ভবিষ্যতে কাজে ফিরতে চান না দীপিকা

প্রসঙ্গত, ‘স্পিরিট’ ছবিটি ২০২৪ সালের শেষের দিকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু সে সময় দীপিকা(Deepika) অন্তঃসত্ত্ব ছিলেন তাই এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু নানান কারণে সন্দীপের এই ছবি শুরু হতে বিলম্বিত হয়। এবার নতুন করে আবার দীপিকার কাছে প্রস্তাব যাওয়ায় তিনি আর তা ফেরান নি।

কারণ দীপিকা পাড়ুকোন(Deepika Padukone) গত ৮ সেপ্টেম্বর মা হয়েছেন। কাজেই শুটিংয়ের নতুন সিডিউল নিয়ে সন্দীপ ভাঙ্গা দীপিকার কাছে গিয়েছিলেন। তিনি রাজি হয়েছেন। এমনিতেই ছবির চিত্রনাট্যের সূক্ষ্মতা দীপিকাকে আগেই মুগ্ধ করেছিল। বিশেষত ছবিতে দীপিকা তার চরিত্রটি যথেষ্ট পছন্দ করেছিলেন। ছবিতে। যথেষ্ট গুরুত্বপূর্ণ এই চরিত্রটি। এই প্রথমবারের মতো সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে তিনি জুটি বাঁধতে আগ্রহী। আগামী অক্টোবর মাসে ‘স্পিরিট’ ছবির শুটিং শুরু হবার কথা এবং ২০২৭ সালের প্রথম দিকে ছবিটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

Read More

Latest News