দুই মেগাস্টার প্রসেনজিৎ ও দেব আবার একসঙ্গে বড় পর্দায় আসতে চলেছে। এই খবর সকলেরই জানা। ছবির নাম ‘কাছের মানুষ’। বুধবার হয়ে গিয়েছে ‘কাছের মানুষ’ ছবির শুভ মহরৎ। ছবির শুভ সূচনার কথা জানিয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ছবির অভিনেতা এবং একই সঙ্গে অন্যতম প্রযোজক দেব। এই ছবিতে একসঙ্গে কাজ করছেন বাংলা চলচ্চিত্র জগতের মেগাস্টার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব। এই ছবি নিয়ে সিনেপ্রেমীদের মনে রয়েছে অন্য রকমের উন্মাদনা।
তবে এই প্রথম তাঁরা একসঙ্গে সিনেমা করছেন , এমন নয়, এর আগে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু’জনকে। দর্শক এই জুটিকে বেশ পছন্দ করেছিল। তাছাড়া দেব এর ‘ককপিট’ ছবিতেও এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এবার আবার পর্দায় একসঙ্গে আসতে চলেছেন দু’জনে। চলতি বছর পুজোর মুক্তি পেতে চলেছে ‘কাছের মানুষ’।
এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পথিকৃত বসু। দেব ও প্রসেনজিৎ ছাড়াও এই ছবিতে ঈশা সাহা, সুস্মিতা চট্টোপাধ্যায়কেও দেখা যাবে। ছবির মহরৎ এ কলাকুশলীদের দেখা যায় প্রত্যেকে সাদা পোশাকে হাজির ছিলেন। মহরৎ হলেও খুব শীঘ্রই ছবির শ্যুটিংয়ের কাজ শুরু করবেন দেব ও প্রসেনজিৎ।