skip to content
Friday, June 28, 2024

skip to content
HomeফিচারJean-Luc Godard: সিনেমায় নতুন ভাষা দেন গোদার

Jean-Luc Godard: সিনেমায় নতুন ভাষা দেন গোদার

Follow Us :

প্রীতম বিশ্বাস: জাম্পকাট। ১৯৬০ সালে এই শব্দটার সঙ্গে পরিচিত হলেন সিনেমার দর্শকরা । সৌজন্যে জঁ লুক গোদার(Jean-Luc Godard) । ছবির নাম ব্রেথলেস(Breathless) । একই সঙ্গে বদলে যেতে শুরু করল সিনেমার ভাষা । পৃথিবী জুড়ে শুরু হল চলচ্চিত্রের নতুন ধারাকে নিয়ে চর্চা । ছড়িয়ে পড়ল নিউ ওয়েভ সিনেমা মুভমেন্টা(French New Wave)। টাইম অ্যান্ড স্পেস নিয়ে যে খেলা গোদার শুরু করেছিলেন ৬২ বছর আগে, তার ছাপ রয়েছে শেষ ছবি ‘দ্য ইমেজ বুক”(The Image Book)-এও । প্রসঙ্গত উল্লেখ্য ৩ বছর আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবিটি দেখানো হয় । নন্দনের সমস্ত আসন পূর্ন হওয়ার পরেও মেঝেতে বসে ছবিটি দেখেছিলেন দর্শকেরা।

গোদারের চুম্বক আকর্ষণ এখনও কতটা তীব্র, এ ঘটনা যেন সেটাই প্রমাণ করে । মাত্র ১৯ বছর বয়সেই ফ্রান্সে ফিল্ম সোসাইটি আন্দোলনে জড়িয়ে পড়েন গোদার । তাঁর নিজের কথায় সিনেমা তাঁর কাছে মাইক্রোস্কোপ…টেলিস্কোপ । এই দুই শব্দই যেনবা স্পেস নিয়ে খেলা করার ইঙ্গিতবাহী । হয়তো বা সেই অবিস্মরণীয় ‘জাম্পকাট’ এভাবেই তাঁর মনোজগতে পথচলা শুরু করেছিল । সঙ্গী হিসাবে পেয়েছিলেন সিনে জগতের বিখ্যাত চরিত্র জ্যাক রিভেট, ফ্রাসোঁয়া ত্রুফো ও ক্লদ শ্যাব্রলকেও ।

ফিচার ফিল্মের আগে শর্ট ফিল্মও বানিয়েছেন তিনি । তবে ‘ব্রেথলেস’ মুক্তি পাওয়ার পরেই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে । ফিল্মের পরিভাষায় ‘মন্তাজ’ যেমন ছিল যুগান্তকারী পদক্ষেপ, তেমনই গোদারের শট তোলা ও নানা ইমেজারির বুনন সমৃদ্ধ করেছে সিনেমাকে ।

ছবি তৈরির প্রথম ১০ বছরে তাঁর উল্লেখযোগ্য ছবি দ্য লিটল সোলজার, মাই লাইফ টু লিভ, উইক এন্ড, মাসকুলিন ফেমিনিন, পিয়ের লেঁফু । মার্ক্সবাদের প্রতি গোদারের আকর্ষণ ছিল সুবিদিত । একইভাবে রাজনীতি তাঁর ছবিতে বারেবারেই প্রতিফলিত হয়েছে । কখনও আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধ, আবার কখনও ভিয়েতনামের লড়াই , তাঁর সিনেমায় অত্যন্ত সাবলীলভাবে হাজির থেকেছে । এমনকি তিনি প্যালেস্টাইনের সমর্থনে ছবি করতে হাজির হয়েছিলেন মধ্য প্রাচ্যেও । সে ছবির কাজ শেষ না হলেও, ফুটেজ তিনি ব্যবহার করেছেন অন্য একটি ছবিতে।

আরও পড়ুন:  প্রয়াত জঁ লুক গদার

তাঁর সিনেমার ভাষা বা ব্যক্তিগত জীবনবোধে গোদার ছিলেন আদ্যপান্ত প্রতিষ্ঠানবিরোধী । নিজের মত করেই ছবি বানিয়েছেন, ক্যামেরার শানিত ভাষায় বলতে চেয়েছেন নিজের কথা , পুরস্কারের তোয়াক্কা করেন নি । তবু গোল্ডেন লায়ন, গোল্ডেন বিয়ার সম্মানে ভূষিত হয়েছেন। সম্মানিত হয়েছেন কান চলচ্চিত্র উৎসবেও। তবে সাম্মানিক অস্কার নিতে হাজির হন নি কোডাক থিয়েটারে। গোদার ছিলেন গোদারের মতই ।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Rahul Gandhi | স্পিকার ওম বিড়লাকে কী কথা বললেন রাহুল গান্ধী?
03:31:46
Video thumbnail
Mamata Banerjee | পুলিশ-পুরসভাকে কড়া বার্তা, কী কী বললেন?
01:00:15
Video thumbnail
Mamata Banerjee | রাজ্যপালের কাছে যেতে ভয় পাচ্ছে মেয়েরা! এ কী বললেন মমতা?
01:26:41
Video thumbnail
Mamata Banerjee | মুখ্যমন্ত্রীর নির্দেশে জয়েন্ট ইনসপেকশন কাদের নির্দেশ? কী কী নির্দেশ?
34:06
Video thumbnail
Mamata Banerjee | ১টা রাস্তা ৫ বছর চলে না কেন? প্রবল ক্ষুব্ধ মমতা
26:01
Video thumbnail
Mamata Banerjee | রাস্তায় আবর্জনা ফেলা যাবে না আর কী কী বললেন মমতা?
36:06
Video thumbnail
Mamata Banerjee | জবরদখল দেখলে গ্রেফতার কাউকে ছাড় নয়
24:16
Video thumbnail
Mamata Banerjee | মন্ত্রীদের কী কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
02:16:51
Video thumbnail
Mamata Banerjee | হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়, বললেন মমতা
22:05
Video thumbnail
Mamata Banerjee | নেতাদের কথায় ক্রস চেক হবে না বিরাট মন্তব্য মুখ্যমন্ত্রীর
31:51