‘হেরাফেরি ৩’ নিয়ে জল্পনা এখন তুঙ্গে। খুব শীঘ্রই নাকি বড় পর্যায় আসতে চলেছে ‘হেরাফেরি’ ছবি সিক্যুয়াল। সমস্ত কিছুই নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে এবার শুধু সময়ের অপেক্ষা। আগামী ৯ সেপ্টেম্বরেই সম্ভবত অক্ষয় কুমারের জন্মদিনে ঘোষণা করা হবে এই ছবির কথা। ‘হেরাফেরি ২’ এর প্রায় ১৪ বছর পর তৈরি হতে চলেছে এই ছবি। সূত্রের খবর ফিরোজ নাদিয়াওয়ালা এবং আনন্দ পন্ডিত যৌথভাবে বানাতে চলেছেন ‘হেরাফেরি ৩’। যদিও ছবির পরিচালকের নাম এখনো সঠিকভাবে জানা যায়নি। জোর কদমে কাজ চলছে চিত্রনাট্যের। পুরনো কাস্ট নিয়েই তৈরি হবে এই নতুন ছবি। ছবি নিয়ে বহুদিন আলোচনা হলেও তার শুরু করা যাচ্ছিল না। তার কারণ হিসেবে সুনীল সেটি নিজেই জানিয়েছিলেন অক্ষয় কুমার সময় না দিলে এ ছবি সম্ভব নয়। অনিল কাপুর-নানা পাটেকারের অদ্ভুত কেমিস্ট্রি দেখা যাবে আবার বড় পর্দায়। নতুন করে দেখা যাবে রাজু-শ্যাম আর বাবুরাওকে পর্দায়দেখা যাবে পরেশ রাওয়ালের অসাধারণ অভিনয়। ছবিতে প্রতিটি চরিত্রের মাধুর্য অক্ষুন্ন রাখার দিকে নজর রাখা হবে। চরিত্রগুলো যাতে আরো প্রাণবন্ত করে তোলা যায় সেদিকে নজর রেখে চিত্রনাট্যের উপর গুরুত্ব দেয়া হচ্ছে। মানুষের হৃদয় বসে থাকা এই ছবির প্রতিটি চরিত্র আবার প্রাণবন্ত হয়ে পর্দায় ফিরে আসার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
Html code here! Replace this with any non empty text and that's it.