Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাAsia Cup 2022: জয়ী পাকিস্তান, ভারত - পাক ১-১ , ফাইনালের পথে...

Asia Cup 2022: জয়ী পাকিস্তান, ভারত – পাক ১-১ , ফাইনালের পথে বাবররা

Follow Us :

এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে ৫ উইকেটে হেরেছিল পাকিস্তান। সেই একই ব্যবধানে ( ৫ উইকেটে) সুপার ফোর সাক্ষাৎকার জিতে নিল বাবর আজমের দলবল। রবিবার দুবাইয়ে ভারতকে হারিয়ে ফাইনালে যাওয়ার পথে এগিয়ে গেল পাকিস্তান। 

ম্যাচের শুরুতে ভারত প্রথমে ব্যাট করে ১৮১ রান তুলেছিল। পাল্টা জবাবে দিতে ব্যাট করতে নেমে শুরুতেই দলের সেরা ব্যাটার বাবরকে হারায় পাকিস্তান। সেই  ধাক্কা সামাল দেন ফখর জামান ও মহম্মদ রিজওয়ান। কিন্তু ফখর ১৫ রান করে আউট হয়ে গেলে রিজওয়ানকে সঙ্গে নিয়ে মহম্মদ নওয়াজ দ্রতু রান তোলার কাজে নামেন। ২০ বলে আক্রমণাত্মক  ৪২ রান করে নওয়াজ ফিরে গেলে সেই কাজটা করতে শুরু করেন রিজওয়ান।

ব্যক্তিগত ৭১ রান করে রিজওয়ান ফিরে গেলে হঠাৎ চাপে পড়ে পাক দল। ম্যাচ জয়ের আশা  উড়ে যাচ্ছিল পাকিস্তানের। কিন্তু ওস্তাদের মার শেষরাতে দিয়ে আসিফ আলি ও খুশদিল শাহ ম্যাচের ১ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান। তৃতীয় উইকেটে

৭৩ রানের জুটি পাকিস্তানকে ম্যাচটিতে জয়ের রাস্তায় নিয়ে আসে। মহম্মদ রিজওয়ান (৫১ বলে ৭১ রান ) আর মহম্মদ রিজওয়ান (২০ বলে ৪২) ম্যাচের রং বদলে দেন। ম্যাচের সেরা হলেন: নওয়াজ। 

https://twitter.com/TheRealPCB/status/1566520893538451461?t=SI7oWWBrMJ-80qpux85YSA&s=19

টস হেরে আগে ব্যাটিং করতে নেমেছিল ভারত।  যেভাবে শুরু করেছিলেন রোহিতরা ভারতের ইনিংস,  ২০০ রান টপকে যাবে মনে   হচ্ছিল। কিন্তু  পাকিস্তান বোলাররা সেই রাশ টেনে ধরে। লড়াই হল – বিরাট কোহলির সঙ্গে।  তিনি এক প্রান্ত  আগলে রেখে রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। সেই লড়াই পাকিস্তানের বিপক্ষে মহারণ –  দ্বিতীয় পর্বে ১৮১ রানের লড়াকু ইনিংস সাজিয়ে নিয়েছিল ভারত। 

টস জিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ব্যাট করতে পাঠান ভারতকে। ব্যাটিং করতে নেমে ভারত শুরুটা ভালোই করেছিল। ৫ ওভার শেষেই তুলে ফেলে ৫৪ রান। তবে পাওয়ার প্লে’র শেষ ওভারে রোহিত শর্মাকে হারায় দল। তিনি ফিরতেই উইকেটে আসেন কোহলি। কোহলি আবার থিতু হওয়ার আগেই  ফিরতে দেখলেন রাহুলকে। দুই ওভারে দুই উইকেট খুইয়ে খানিকটা চাপেই পড়ে যায় ভারত।

এরপর সূর্যকুমার যাদবের সঙ্গে ২৯ রানের পার্টনারশিপে  সেই চাপটা খানিকটা সামাল দেন কোহলি। সূর্য বিদায়ের পর ঋষভ পন্তের সঙ্গে ৩৫ রানের আরেকটা ছোট্ট জুটি গড়েন কোহলি। দলের ১২৬ রানে ফেরেন পন্ত। তারপরে হার্দিক পান্ডিয়াকেও ফিরে যেতে দেখেন কোহলি।

তবে এক প্রান্ত আগলে রেখে তিনিই দলকে টানতে থাকেন।  ১৮তম ওভারের শেষ বলে মহম্মদ হাসনাইনকে  ছক্কা মেরে অর্ধ শতরান টপকে যান ভি কে ।

https://twitter.com/shubhankrmishra/status/1566451612247212033?t=zIjc1niocGrfrSZdN0LWhA&s=19

অন্য প্রান্তে অবশ্য উইকেটের পর উইকেট যাচ্ছিল। এই ম্যাচে সুযোগ পাওয়া দীপক হুডাও ফেরেন ১৬ রান করে। শেষ ওভারে কোহলির ইনিংস শেষ হয় এক রানকে দুই রানে বদলে নেওয়ার চেষ্টায়। তিনি ৪৪ বলে ৬০ রানের ইনিংস খেলেন। শেষ দিকে রবি বিষ্ণোইয়ের দুই বলে দুই চারে মেরে ৮ রানের ক্যামিও ইনিংস ভারতকে ১৮১ রান এনে দেয়।

এই ম্যাচে কেন দু ‘ জন লেগ স্পিনার (রবি বিষ্ণোই আর যজুবেন্দ্র চাহাল) খেলানো হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন অভিজ্ঞ অশ্বিনকে এই ম্যাচেও খেলানো হল, তা নিয়ে শোরগোল শুরু সোশাল মিডিয়ায়। ভারতকে ফাইনালে উঠতে গেলে, পরের দুটি ম্যাচে শ্রীলঙ্কা আর আফগানিস্তানকে হারিয়ে দিতেই হবে। শ্রীলঙ্কা ইতিমধ্যে দারুন খেলতে থাকা আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে। আফগান দলও চাইবে পরের দুটি ম্যাচই জিতে রাখতে। 

ছবি: সৌ টুইটার। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Bengal Coal Scam | কয়লাপাচার মামলায় অনুপ মাজি ওরফে লালার আত্মসমর্পণ আসানসোলে সিবিআই আদালতে
00:00
Video thumbnail
Yusuf Pathan | বহরমপুরে বারবার আসব, কাজ করব, কলকাতা টিভির মুখোমুখি ইউসুফ পাঠান
00:00
Video thumbnail
রামমন্দির ও রাজনীতি
00:00
Video thumbnail
KOLKATA TV LIVE STREAM
00:00
Video thumbnail
Dilip Ghosh | নিজেদের কর্মীদের জন্যই শেষের বুথে গন্ডগোল, না গেলেই ভালো হতো : দিলীপ
05:28
Video thumbnail
Mumbai | ধুলোঝড়ে বিপর্যস্ত মুম্বই, ঝড়ের ধাক্কায় বিলবোর্ড ভেঙে বিপত্তি, মৃতের সংখ্যা বেড়ে ১৪
03:22
Video thumbnail
Suvendu Adhikari | এক্স হ্যান্ডলে তৃণমূলকে 'ব্লক শুভেন্দুর, সোশ্যাল মিডিয়ায় খোঁচা তৃণমূলের
01:41
Video thumbnail
Suvendu Adhikari | শুভেন্দুর পোস্টার ছেড়া নিয়ে ফের সন্দেশখালিতে উত্তেজনা
02:09
Video thumbnail
Sukanta Majumder | এবার ৩০-এর উপর আসন পেলে, ১ বছরের মধ্যে নবান্নে BJPর মুখ্যমন্ত্রী : সুকান্ত
05:01
Video thumbnail
Mamata Banerjee | 'মোদিবাবু আসছে না', ইন্ডিয়া জোটের ফলে আত্মবিশ্বাসী মমতা
02:43