skip to content
Wednesday, January 22, 2025
HomeBig newsনিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন জীবনকৃষ্ণ
Jiban Krishna Saha

নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন জীবনকৃষ্ণ

সুপ্রিম রায়ে স্বস্তি বড়ঞার তৃণমূল বিধায়কের

Follow Us :

নয়াদিল্লি: নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এসএসসি নিয়োগ দুর্নীতিতে মামলায় ২০২৩ সালের ১৭ এপ্রিল গ্রেফতার করা হয় বড়ঞার তৃণমূল বিধায়ককে। সেই মামলায় জামিনের আর্জি নিয়ে শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন তিনি। মঙ্গলবার সেই মামলায় জামিন দিল শীর্য আদালত। জামিনের আবেদন নিয়ে তিনি প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। সেখানে জীবনের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। একাধিক বার তাঁর জামিন-আর্জির শুনানি পিছিয়ে যায় শীর্ষ আদালতে।

আরও পড়ুন: ফের রাজ্যপালের বিরুদ্ধে ধর্ষণের পুরনো অভিযোগ সামনে এল

অভিযোগ নিয়োগ দুর্নীতিতে মিডিলম্যান প্রসন্ন রায়কে সহযোগিতা করতেন জীবনকৃষ্ণ। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন প্রসন্ন। শীর্ষ আদালতে বিষয়টি তোলেন জীবনকৃষ্ণের আইনজীবীরা। সেই যুক্তিতেই জামিন তৃণমূল বিধায়ক জামিন পেয়েছেন বলে মনে করা হচ্ছে। মামলাটির শুনানি হয় বিচারপতি এএস বোপান্ন এবং বিচারপতি সঞ্জয় কুমার এজলাসে। আদালতে জীবনকৃষ্ণের আইনজীবীরা বলেন, মামলায় চার্জশিটে থাকা ২৩ জনের মধ্যে ৯জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে আবার তিনজন জামিন পেয়ে যান। তার মধ্যে রয়েছেন অন্য অভিযুক্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং প্রসন্ন রায়। আইনজীবীরা এই বিষয়টি আদালতে তুলে ধরেন।যদিও এই জামিনে বিরোধিতা করে সিবিআই। সিবিআই জানায়, বিধায়ক পুকুরে ফোন ছুড়ে ফেলে দুর্নীতিতে যুক্ত থাকার তথ্যপ্রমাণ নষ্টের চেষ্টা করেছেন। বিধায়কের ফোনের চ্যাট ঘেঁটে এক চাকরিপ্রার্থীর তাঁর কথোপকথনের প্রমাণও পাওয়া গিয়েছে বলে আদালতে জানায় সিবিআই।

অন্য খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular