বসিরহাট: সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালী দাস ওরফে মাম্পিকে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বসিরহাট আদালত। মঙ্গলবার বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়াসঙ্গী মাম্পির বিরুদ্ধে এলাকার মহিলারা লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। এই মাম্পি এলাকার মহিলাদের সন্দেশখালি থানায় নিয়ে গিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করিয়ে সাদা কাগজে সই করিয়েছিল বলে অভিযোগ।
সেই অভিযোগের ভিত্তিতে গত কয়েকদিন আগে সন্দেশখালি থানার পুলিশ মাম্পি দাসের বাড়িতে নোটিশ দিয়েছিল। এরপর আজ মঙ্গলবার বসিরহাট আদালতে আত্মসমর্পণ করে মাম্পি। তারপর তাকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন জীবনকৃষ্ণ