কলকাতা: সোমবার রাজস্থান রয়্যালস (RR) শিবির ছেড়ে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার (Jos Buttler)। বিশ্বকাপের প্রস্তুতি নিতে স্কোয়াডে সুযোগ পাওয়া সবাইকেই ডেকে নিয়েছে ইংল্যান্ড। তাই বিদায় নিতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের (KKR) ওপেনার ফিল সল্টকেও (Phil Salt)। তাঁর প্রস্থানের খবরে মন খারাপ নাইট সমর্থকদের। বলিউড বাদশার বিখ্যাত ছবির ডায়ালগ দিয়েই তাঁরা লিখছেন, “তুসি যা রহে হো, তুসি না যাও।”
আরও পড়ুন: আজ টটেনহ্যামের মুখোমুখি ম্যাঞ্চেস্টার সিটি
জেসন রয়ের (Jason Roy) পরিবর্ত হিসেবে নাইট শিবিরে আগমন ঘটেছিল সল্টের। তখন তাঁর নাম খুব বেশি লোক জানত না। কিন্তু প্রথম দিন থেকেই বুঝিয়ে দিয়েছেন, দলের বোঝা হতে আসেননি তিনি। সুনীল নারিনের (Sunil Narine) সঙ্গে তাঁর ওপেনিং জুটি এ মরসুমে কেকেআরের সাফল্যের সবথেকে বড় কারণ। প্রায় প্রত্যেক ম্যাচে পাওয়ার প্লে-তে বিস্ফোরক শুরুর কৃতিত্ব এই জুটিরই।
Tussi Jaa rhe ho, Tussi na jao 🙁🥲 https://t.co/0pzXT1U0dM
— Shruu ♡ (@ShrutiXSunshine) May 13, 2024
চলতি মরসুমে ১২টা ম্যাচ খেলেছেন দলের প্রিয় ‘সল্টি’। বিস্ফোরক ১৮২.০১ স্ট্রাইক রেট এবং ৩৯.৫৫ গড়ে করেছেন ৪৩৫ রান। উইকেটের পিছনে দাঁড়িয়ে ধরেছেন ১২টা ক্যাচ। মরসুমের শুরুতে যাঁকে কেউ চিনতই না, আজ বিদায়ের দিনে তাঁকে ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন সমর্থকরা, তাঁকে কুর্নিশ জানাচ্ছেন।
Tonight’s abandoned game means we won’t be seeing Phil Salt play again for KKR this season and with the mega auction next year who knows what the future holds? He came in as a replacement player and what an impact he made for us! Thank you for everything Salty! pic.twitter.com/I7eUGzybJ3
— Prantik (@Pran__07) May 13, 2024
Phil Salt is the one who will be missed most amoung all English players.
He has been the revolution and a lot of credit goes to him along with Sunil Narine for KKR success.If one doesn’t fire other used to fire.
He will be missed & void can’t be filled.pic.twitter.com/1JahiorAqb
— Sujeet Suman (@sujeetsuman1991) May 13, 2024
সল্টের জায়গায় অটোম্যাটিক চয়েস হিসেবে খেলবেন আফগান উইকেটকিপার ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। প্লে অফে খেলার আগে ১৯ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলার সুযোগ পাবেন তিনি। সল্টের দুরন্ত পারফরম্যান্স গুরবাজকে নিশ্চয়ই চাপে রাখবে। সেই চাপ সামলে প্লে অফে পারফর্ম করতে হবে তাঁকে। ২১ মে প্রথম কোয়ালিফায়ার খেলবে কেকেআর, প্রতিপক্ষ সম্ভবত সেই রাজস্থানই হবে।
দেখুন অন্য খবর: