Thursday, January 22, 2026
Homeবিনোদনআইপিএল ধাঁচে আইএমপিএল- এ বাংলা সংগীত জগতের জনপ্রিয় শিল্পীরা ক্রিকেটের মাঠে
IMPL

আইপিএল ধাঁচে আইএমপিএল- এ বাংলা সংগীত জগতের জনপ্রিয় শিল্পীরা ক্রিকেটের মাঠে

গাবু, উজ্জয়িনী,কৌস্তুবরা টিম মালিক

কলকাতা: আবার দেখা যাবে খেলা ও বিনোদনের নতুন মেলবন্ধন। আইপিএল ক্রিকেট লিগের ধাঁচে টলিউড ও বাংলা সংগীত জগতের জনপ্রিয় শিল্পীরা একত্রিত হয়ে ক্রিকেটের মাঠে নামবে। ‘I.M.P.L সিজন ৫’ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান্স প্রিমিয়ার লিগ(Independent Musician Primier League)। টুর্নামেন্টের ট্যাগলাইন ‘Come join Us and Let’s Make Musical History’.
আগামী ফেব্রুয়ারি মাসে হতে চলেছে একদিনের এই টুর্নামেন্ট। সম্প্রতি গল্ফগ্রিনের ‘ইটস মাই লাইফ রেট্রো ক্যাফে'(It’s My Life Retro Cafe)তে হয়ে গেল এই প্রিমিয়ার লীগের নিলম পর্ব(Auction) অনুষ্ঠান। নিলাম পর্বে উপস্থিত ছিলেন সংগীত জগতের গৌরব চ্যাটার্জি(Gourab Chatterjee,গাবু), উজ্জয়িনী(Ujjayani),কৌস্তুব ও অন্যান্যরা। এরা প্রত্যেকেই বিভিন্ন টিমের মালিক।

আরও পড়ুন:‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়


প্রসঙ্গত, এই রেস্ট্রো ক্যাফেতে কফি এবং স্ন্যাকসের সঙ্গে জমে উঠেছিল খেলোয়াড় কেনার নীলাম পর্ব।
শহরের অন্যতম ইনস্টাগ্রামেবল ভেন্যু হিসেবে পরিচিত ইট্‌স মাই লাইফ ক্যাফে এই বিশেষ অনুষ্ঠানের জন্য একেবারে উপযুক্ত স্থান হয়ে উঠেছিল। নিয়মিত মিউজিক্যাল ইভেন্ট, সিনেমা লঞ্চ ও নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজনে এই ক্যাফে ইতিমধ্যেই একটি ক্রিয়েটিভ হাব হিসেবে পরিচিত। ক্যাফের মালিক রাজ জানান, নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে তাঁদের আবেগগত যোগসূত্র রয়েছে এবং তাঁদের এগিয়ে যেতে সবসময়ই তাঁরা পাশে থাকতে চান।

Read More

Latest News