Home Scroll মলদ্বীপে ছুটির মেজাজে করণ, শেয়ার করলেন একগুচ্ছ ছবি

মলদ্বীপে ছুটির মেজাজে করণ, শেয়ার করলেন একগুচ্ছ ছবি

কলকাতা: রোমান্টিক ছুটি কাটানোর জন্য এই দ্বীপটি সেলিব্রিটিদের কাছে একটি জনপ্রিয় পছন্দ। প্রথমবার মলদ্বীপে ছুটি কাটাতে গেছেন করণ জোহর (Karan Johar)। তার প্রথম মালদ্বীপের ছুটির এক ঝলক সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। করণ কি একাই ছুটি কাটাতে গিয়েছেন। নিলিবিলিতে সেলিব্রিটিদের ছুটি কাটানোর সব থেকে পছন্দের জায়গা মলদ্বীপ (Maldives)। করণ জোহর (Karan Johar Maldives) ছুটি কাটানোর জন্য মালদ্বীপকেই বেছে নিলেন।

আরও পড়ুন: ‘কিলবিল সোসাইটি’তে কৌশানির-অঙ্কুশের রোম্যান্স

তার প্রথম মালদ্বীপের ছুটির এক ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। স্টাইলিশ পোশাকের একগুচ্ছ খোলামেলা ছবি আপলোড করেছেন। ছবিতে দেখা গিয়েছে, করণ একটি কাঠের ডেকের উপর বসে সাদা লিনেন পোশাক পরে। পিছনে নীল সমুদ্র। কোনও ছবিতে দেখা গিয়েছে সমুদ্রের দিকে তাকিয়ে আছেন। দ্বিতীয় ছবিতে তিনি স্টাইলিশভাবে পোজ দিচ্ছেন, পকেটে হাত, একই ডেকের উপর। তৃতীয় ছবিতে, করণ একটি সাদা দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছেন, তার পিছনে প্রশস্ত সমুদ্র, একটি কালো এবং সাদা ডিজাইনার টপ পরে আছেন। শান্ত পরিবেশ তার নৈমিত্তিক কিন্তু স্টাইলিশ লুকের দেখা গিয়েছে পরিচালককে। ছবির ক্যাপশনে লেখেন, “সূর্য, সমুদ্র এবং সান্ত্বনা” পরিপূর্ণ।

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

অন্য খবর দেখুন