কলকাতা: শিবপ্রসাদের ‘ভিলেন’ থেকে সৃজিতের রোম্যান্টিক হিরো। অঙ্কুশকে (Ankush in Killbill Society) সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমায় অভিনেতাকে দেখা যাবে রোম্যান্টিক হিরোর অবতারে। ‘কিলবিল সোসাইটি’তে (Killbill Society) স্বল্পদৈর্ঘ্যের হলেও গুরুত্বপূর্ণ চরিত্রে ধরা দেবেন অঙ্কুশ (Ankush in Killbill Society) । কৌশানির (Koushani Mukherjee)-অঙ্কুশের রোম্যান্স পর্দায় ঝড় তুলবেন।
সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) কিলবিলে দেখা যাবে রোম্যান্টিক হিরোর অবতারে। ইতিমধ্যে ছবির টিজার ও গান বেশ প্রশংসিত। এবার সামনে এল বড় চমক। এবার পর্দায় কৌশানীর সঙ্গে রোম্যান্সে মাতবেন অঙ্কুশ হাজরা। বাংলা সিনেমার আদ্যোপান্ত কমার্শিয়াল মুখদের এখন ভিন্নস্বাদের সিনেমায় দেখা যাচ্ছে। ছকভাঙা চরিত্রে অভিনয় করে যেমন তাঁরা দর্শকদের নজর কাড়ছেন তারা। তেমন প্রশংসিত হচ্ছেন। সেই তালিকাতে নবতম সংযোজন নিঃসন্দেহে অঙ্কুশ হাজরা। ‘শিকারপুর’ কিংবা ‘মির্জা’ ছবিতেই সেটা বুঝিয়ে দিয়েছেন নিজের অভিনয়ের ধাঁচের। শোনা যাচ্ছে ‘ নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের রক্তবীজ ২’-এর ছবিরতে ‘ভিলেন’ ভূমিকায় দেখা যাবে অঙ্কুশকে।
আরও পড়ুন: সিকন্দরের প্রচারে মজার মুডে ভাইজান
কিলবিল সোসাইটির টিজার দেখে মনে করা হচ্ছিল, ছবিতে কৌশানীর বিপরীতে পরমব্রত চট্টোপাধ্যায় ছাড়াও অনিন্দ্য চট্টোপাধ্যায়কে দেখা যেতে পারে। এবার জানা যাচ্ছে ‘কিলবিল সোসাইটি’-র একটি গানে ধরা পড়বে কৌশানী- অঙ্কুশের রসায়ন। ছবিতে ক্যামেও চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে। ‘কিলবিল সোসাইটি’তে স্বল্পদৈর্ঘ্যের হলেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অঙ্কুশ। মঙ্গলবারই টাকিতে ‘রক্তবীজ ২’-এর শুটিং শুরু করেছেন অভিনেতা। কৌশানির সঙ্গে অঙ্কুশের এক রোম্যান্টিক ঝলক প্রকাশ পেয়েছে। জানা গেল, ‘কিলবিল সোসাইটি’তে অভিনেত্রীর প্রেমিক হিসেবে দেখা যাবে তাঁকে।
অন্য খবর দেখুন