Sunday, August 3, 2025
Homeবিনোদনবিয়ে হবে ক্যাটরিনার,ট্রোলড হচ্ছেন সলমন

বিয়ে হবে ক্যাটরিনার,ট্রোলড হচ্ছেন সলমন

Follow Us :

 কারো পৌষ মাস,কারো সর্বনাশ। খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন বলিউড হার্টথ্রব ক্যাটরিনা কাইফ। অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে রাজস্থানের মাধবপুরের সিক্স সেন্স ফোর্ট বারওয়ারায় ক্যাটরিনা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন আগামী ৯ ডিসেম্বর। এই এই বিয়ের ইভেন্ট এখন সবচেয়ে ট্রেন্ডিং। তারই মধ্যে নেটিজেনদের একটা অংশ ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক সলমন খানকে ট্রোলড করে চলেছেন। তাকে নিয়ে নানান হাস্যকর মিম ড্রপ করে চলেছে তাঁরা। ক্যাটরিনার বিয়ের খবরে সলমন খানের কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে তা নিয়ে নানান ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সলমন-ক্যাটরিনা কয়েক বছর আগেও ডেট করেছেন বলে নেটিজেনদের ধারণা। সলমনের বোন অর্পিতা খান ক্যাটরিনার ভালো বন্ধু। ক্যাটরিনার সঙ্গে সলমন পরিবারের সুসম্পর্ক রয়েছে। কিন্তু সম্প্রতি অর্পিতা জানিয়েছেন যে ক্যাটরিনার পক্ষ থেকে কোনো আমন্ত্রণ তাদের পরিবার এখনো পায়নি। অর্পিতা আরো বলেছেন তারা যে বিয়েতে যোগ দিচ্ছেন বলে খবর রটানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় সলমনকে ট্রোল করা বেড়ে গেছে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39