skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeদেশKangana Farmer's Protest: কঙ্গনার গাড়ি আটকে কৃষকদের বিক্ষোভ, বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা...

Kangana Farmer’s Protest: কঙ্গনার গাড়ি আটকে কৃষকদের বিক্ষোভ, বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি

Follow Us :

চন্ডীগড়: কৃষক বিক্ষোভের (Farmer’s Agitation) মুখে পড়লেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)৷ তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন কৃষকরা৷ তিন কৃষি আইন (Three Farm Law) প্রত্যাহার নিয়ে আন্দোলন (Protesting Farmer’s) চলার সময় কঙ্গনা এমন কিছু মন্তব্য করেছিলেন যা কৃষকদের অপমানজনক বলে মনে হয়েছে৷ সেই সব মন্তব্যের জন্য কঙ্গনার ক্ষমা চাওয়া উচিৎ বলে দাবি জানিয়ে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান পঞ্জাবের (Punjab) কৃষকরা৷

শুক্রবার চন্ডীগড়ের উনা হাইওয়ে দিয়ে যাওয়ার সময় কৃষক বিক্ষোভের মুখে পড়েন বিজেপি ঘনিষ্ঠ এই অভিনেত্রী৷ কয়েক’শো কৃষক তাঁর ঘিরে বিক্ষোভ দেখান৷ বিক্ষোভকারীদের মধ্যে মহিলারাও ছিলেন৷ তাঁদের দাবি, কৃষক আন্দোলন নিয়ে খারাপ খারপ মন্তব্যের জন্য কঙ্গনাকে ক্ষমা চাইতে হবে৷ সেই সময় গাড়ির ভিতর একাই ছিলেন অভিনেত্রী৷ বাইরে বিক্ষোভ চলাকালীন তিনি একটি ভিডিও নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করেন৷ সেখানে কঙ্গনা বলেন, ‘জনতা আমার ঘিরে ধরেছে৷ আমাকে গালিগালাজ করছে৷ মেরে ফেলার হুমকি দিচ্ছে৷ এটা গণধোলাই দেওয়া পাবলিক৷ আমার সঙ্গে যদি নিরাপত্তা কর্মীরা না থাকত তাহলে কী হত? অবিশ্বাস্যকর পরিস্থিতি৷ আমি কি রাজনীতিবিদ? এটা কী ধরণের ব্যবহার?’

আরও পড়ুন: Adani-Mamata: আদানিকে নিয়ে পুরনো টুইট মুছে ফেলেছেন মহুয়া? কী বললেন তৃণমূল সাংসদ

যদিও তাঁর গাড়ি বেশিক্ষণ বিক্ষোভে আটকে থাকেনি৷ অভিনেত্রী নিজেই কয়েকজন মহিলার সঙ্গে কথা বলেন৷ তাঁদের বুঝিয়ে সেখান থেকে চলে যান৷ বলে রাখা ভালো, কৃষক আন্দোলনের বিরোধী ছিলেন কঙ্গনা৷ কৃষকদের কখনও ‘জঙ্গি’, ‘খলিস্তানি’ কখনও বা ‘সমাজবিরোধী’ বলেও তোপ দেগেছেন৷ কৃষক আন্দোলনের চাপে কেন্দ্র যখন পিছু হতে তিন কৃষি আইন প্রত্যাহারে রাজি হয় সেই দিনও কঙ্গনা মোদি সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন৷

RELATED ARTICLES

Most Popular