নারী শ্লীলতাহানি ও ধর্ষণকে বিষয় করে বহু হিন্দি ও বাংলা ছবি হয়েছে, তবে এবার একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে ছবি করবেন পরিচালক কিংশুক দে। নব্বই এর দশকে বানতালা ধর্ষণ মামলাকে কেন্দ্র করে একটি কোর্টরুম ড্রামা হতে চলেছে, খবর এই ছবির নাম ঠিক হয়েছে ‘রেড’।
তবে পরবর্তি সময়ে এই ছবির নাম পরিবর্তনও হতে পারে। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখি যাবে মুমতাজ সরকার , কিঞ্জল নন্দ, বিদিপ্তা চক্রবর্তী প্রমুখ, এই ছবিতে একজন উকিলের চরিত্রে অভিনয় করছেন কিঞ্জল। সেই সময় তাঁকে অনেক সমস্যায় পড়তে হয়। এই কোর্ট রুম ড্রামার শ্যুটিংয়ের কাজ শুরু হবে ২৩ তারিখ থেকে।
কোর্টরুম ড্রামার বেশিরভাগ শ্যুটিংয়ের কাজ ইন্ডোর হওয়ার কথা।শ্যুটিংয়ের কারনে হলি খেলা থেকে দূরে রয়েছেন অভিনেত্রী মুমতাজ, কারন রঙ থেকে যাওয়ার সম্ভবনা রয়েছে, উল্টো দিকে বন্ধুদের সঙ্গে একটি হলির পার্টি করবেন অভিনেতা কিঞ্জল। আশা করা হচ্ছে এই বছরের শেষে।